Breaking News
Home / Breaking News / ১ ফেব্রুয়ারী বিশ্ব হিজাব দিবস

১ ফেব্রুয়ারী বিশ্ব হিজাব দিবস

ষ্টাফ রির্পোটারঃ
আগামী ১ ফেব্রুয়ারি ‘বিশ্ব হিজাব দিবস’। ৬ বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবস পালিত হচ্ছে।

এ দিবসটির প্রবক্তা নিউ ইয়র্কে বাংলাদেশি অ্যাক্টিভিস্ট মাজেদা এ উদ্দিন এবং কর্মসূচির উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশি নাজমা খান ।

এবারের হিজাব দিবসের স্লোগান হচ্ছে ‘হিজাব ইজ মাই ফ্রিডম’, ‘হিজাব ইজ মাই প্রটেকশন’, ‘হিজাব ইজ মাই চয়েস’, ‘হিজাব ইজ মাই কভার’ ইত্যাদি।

মাজেদা এ উদ্দিন জানান, এবারও সিটি হলের বারান্দায় ওইদিন স্থানীয় সময় সকালে আগ্রহীরা জড়ো হবেন। মিলিত হবেন সংবাদ সম্মেলনে। দাবি জানাবেন হিজাববিরোধী মনোভাব পরিহারের, ধর্ম ও জাতিগত বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার।

মাজেদা বলেন, “কয়েক বছর আগে নাজমা খান নামক এক বাংলাদেশি ছাত্রী জ্যামাইকায় আক্রান্ত হন। বাংলাদেশি পোশাকে তিনি পথ পাড়ি দিচ্ছিলেন বলেই বিদ্বেষমূলক আচরণের কবলে পড়েন। সেই ঘটনার প্রতিবাদ, নিন্দা ও সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে শুরু হওয়া হিজাব ডে এবারই উদযাপিত হবে ওই একই চেতনায়। কারণ, এখনো ধর্মীয় পোশাক, জাতিগত কারণে বৈষম্যের ঘটনা ঘটছে।

Powered by themekiller.com