Breaking News
Home / Breaking News / কবি লাজু চৌধুরীর “বাসন্তী সুন্দরীর সমাচার “

কবি লাজু চৌধুরীর “বাসন্তী সুন্দরীর সমাচার “

বাসন্তী সুন্দরীর সমাচার
লাজু চৌধুরী।

অনেক দিন হয় বাসন্তীর খোঁজ নেওয়া হয় না
কেমন আছে বাসন্তী?
দরজায় কড়া নেড়েছি অনেক বার কোন সারা পাইনি
তাই প্রতিবেশির কাছে খোঁজ নিলাম
জানতে পারলাম এ পাড়ায় থাকেনা বহুদিন হয় চলে গেছে।
কিন্তু কেনো প্রশ্ন করলাম প্রতিবেশির কাছে জানতে পারলাম বাসন্তীর ঠোঁটে লাল রং কপালে লাল টিপ
পাড়ার মানুষের ঘুম কেড়েছে।

লতা পাতার মত ঝুলে থাকা লম্বা বেণুনিতে এক গুচ্ছো ফুল
অনেকের কাছে অপছন্দের ।
সাত সকালে গলা ছেড়ে গান গাওয়া ভরাট কন্ঠে কবিতা পাঠ করা এই সব পাড়ার লোকের ধাঁচে সইছিলনা।
নানা লোকের নানা মন্দ কথায় বিষন্নতায় ডুবে গিয়েছিল।
এক সময় বাসন্তীর বাড়ীর পানি বিদ্যুৎ বন্দ করে দিল।

প্রশ্ন করলাম কেনো???
অট্টো হাসি দিয়ে বললো প্রতিহিংসা বাসন্তী বুঝতে পেড়েছে
তাই নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গা চলে গেছে।
তাতে ও শান্তি নেই বাসন্তীর।

আমি ঠিকানা চাইলাম
অতঃপর বুঝতে পারলাম শান্তির পাড়ায় অশান্তির সাথেই আলাপ করলাম যার নিজেরাই কোন ব্যাক্তিগত ভূমিকা নেই।

Powered by themekiller.com