Breaking News
Home / Breaking News / কলামিস্ট বব চৌধুরীর লেখা” লিখতে ইচ্ছে করছে”

কলামিস্ট বব চৌধুরীর লেখা” লিখতে ইচ্ছে করছে”

লিখতে ইচ্ছা করছে—–
একদিন চলে যেতে হবে মায়ার পৃথিবী ছেড়ে, একদিন বলতে হবে বিদায় তোমাকে এই অবণীর পরে। কবরের অন্ধকার ঘর সেদিন হবে শেষ ঠিকানা। পৃথিবীর কিছু সত্য কথা গুলোর ভিতর এটা অন্যতম যে এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলেযেতে হবে । আমরা পৃথিবীর যতোই মহে পড়ে পৃথিবী আঁকড়ে ধরার চেষ্টা করি না কেন , মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহন করতেই হবে । কিন্তু আমরা তা ভুলে যায়।এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে পৃথিবীর কিছু সত্য কথা গুলোর ভিতর এটা অন্যতম যে এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলেযেতে হবে । আমরা পৃথিবীর যতোই মহে পড়ে পৃথিবী আঁকড়ে ধরার চেষ্টা করি না কেন , মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহন করতেই হবে । কিন্তু আমরা তা ভুলে যায় । প্রতিনিয়ত ভুলে যায় সেটি আর ক্ষমতা , লোভ লালসা,মারামারি হানাহানিতে জরিয়ে পড়ি।টাকা পয়সা অর্থ আমাদেরকে আছন্ন করে রাখে।পৃথিবীর সব ধর্ম মতে মৃত্যুর পর আরেকটি জীবন রয়েছে।সেই জীবনে খারাপ কাজ ও ভালো কাজের হিসাব নিবেন সৃষ্টিকর্তা । তাই যদি হয় তাহলে আমাদের খারাপ কাজ থেকে দূরে থাকা খুব দরকার । আবার কেও কেও বলেন মৃত্যুর পর কোন জীবন নেই যা বেশির ভাগ মানুষই বিশ্বাস করে না। কাজেই সতর্ক হওয়া এক্ষণই দরকার ।এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে।সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে॥ যতো বড় হউকনা কেন রাজা জমিদার পাকা বাড়ি জুড়ি গাড়ি এ পৃথিবী আমরা সবাই ট্রানজিট যাত্রী
তখন থাকবে না কোন অধিকার বিষয় বাস সৌরভ গৌরব অহংকার কোন কিছুই না সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে॥চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল
যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল
মাত্র আমি আর থাকবোনা কেবল জনপূর্ণ এই পৃথিবীতে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে॥
বব চৌধুরী

Powered by themekiller.com