Breaking News
Home / Breaking News / প্রখ্যাত কবি আব্দুল্লাহ আল মামুন রিটনের কবিতা “অমৃত গল্পকথা “

প্রখ্যাত কবি আব্দুল্লাহ আল মামুন রিটনের কবিতা “অমৃত গল্পকথা “

অমৃত গল্পকথা
– আব্দুল্লাহ আল মামুন রিটন

দ্রোহে বিদ্রোহে ক্লান্তি অথবা বিজয়ে
সকল কিছুর লড়াইয়ে যে বাঙালিরা
ছিনিয়ে আনে কাঙ্ক্ষিত উঁচু পতাকা
যে প্রশস্ত বুকে লালন করে নির্মল প্রেম!
সে বুকে আজ গর্বিত উচ্ছল দামালেরা
মিছিলে রাখে গর্বিত বিজয়ের গান
তার সাথে কণ্ঠ মেলায় নদী ও নারী
উল্লাসে দোল খায় বিস্তীর্ণ সবুজ ক্ষেত
নেচে ওঠে দোয়েল, ফিঙে, গাংশালিক
কবির কলমও নত হয়ে লিখতে থাকে
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির কবিতা।
যে কবিতায় রক্তের সাথে সবুজ মিশে
বলতে থাকে স্বাধীনতার অমৃত গল্পকথা।

Powered by themekiller.com