Breaking News
Home / Breaking News / বাংলার মুখ সম্পাদক মন্ডলীর সভাপতি শাহরিয়ার পলাশের মুল্যবান মন্তব্য

বাংলার মুখ সম্পাদক মন্ডলীর সভাপতি শাহরিয়ার পলাশের মুল্যবান মন্তব্য

আমরা যখন ছোট ছিলাম। সুর করে আরবী পড়তাম। আমাদের বাড়ির উঠানে আশেপাশের অনেকেই পড়তে আসতো। সূরা, এবং ইসলামী কানুন মুখস্থ হয়ে গিয়েছিল ছোট বেলায়ই।

কিন্তু সকালে কিন্ডারগার্টেন চালু হল। যখন আররি পড়ার কথা, তখন শিশুদের নিয়ে স্কুলে দৌঁড়াতে হচ্ছে অভিভাবকদের। ফলে হারিয়ে যাচ্ছে মক্তবের পড়া।

এ কারনে ইসলামি আদব কায়দা সব ভুলতে বসেছে আমাদের সন্তানেরা। কে না জানে ইসলামী কানুন শিক্ষিতরা যথেষ্ট বিনয়ী হয়। কিন্ডারগার্টেন ৯/১০টায় শুরু করলে কি ক্ষতি? কেন তা সকালেই করা হচ্ছে? কিন্ডারগার্টেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়ে শুরু হতে পারে না?

সম্প্রতি দেখলাম হলি আর্টিজান নিয়ে বানানো সিনেমায় নায়ক নায়িকাকে দাঁড়ি, হিজাব লাগিয়ে দেয়া হয়েছে। যারা হামলা করেছিল তাদের কি দাঁড়ি, হিজাব ছিল? তাহলে কেন এ কান্ড???

কারা ইসলামকে জঙ্গিবাদের মূলমন্ত্র প্রমানের চেষ্টা করছে? তাদের আসল উদ্দেশ্য কি?

আমাদের দাবি সকালবেলার মক্তব আবার চালু হোক! কিন্ডারগার্টেন গুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়ে চালু হোক। যাতে সবাই নিজ নিজ ধর্মানুযায়ী সকাল বেলাটা শুরু করতে পারেন। আর যারা ইসলামকে জঙ্গিবাদ প্রমানের চেষ্টা করছে তাদের সমূলে উৎপাটন করা হোক!

Powered by themekiller.com