Breaking News
Home / Breaking News / কন্ঠশিল্পী ও অাবৃ‌ত্তিকার পিযূষ কা‌ন্তি রায় চৌধুরী অার নেই

কন্ঠশিল্পী ও অাবৃ‌ত্তিকার পিযূষ কা‌ন্তি রায় চৌধুরী অার নেই

অ‌ভি‌জিত রায় ।। কন্ঠ‌শিল্পী, গী‌তিকার, অাবৃ‌ত্তিকার নাট্যশিল্পী ও বঙ্গবন্ধু অাবৃ‌ত্তি প‌রিষদ চাঁদপুর জেলা শাখার প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি পিযূষ কা‌ন্তি রায় চৌধুরী অাজ সন্ধ্যায় চাঁদপুর সদর হাসপাতা‌লে হৃদরো‌গে অাক্রান্ত হ‌য়ে পর‌লোকগমন ক‌রে‌ছেন (‌দিব্যান্ লোকান্ সগচ্ছতু)। মৃত্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছি‌লি ৭১, তি‌নি স্ত্রী, এক ছে‌লে ও এক মেয়েসহ বহু অাত্মীয় স্বজন ও সুবানুদ্ধায়ী রে‌খে গে‌ছেন।
মৃ‌তের অ‌ন্তে‌ষ্ট্রি‌ক্রিয়া অাজ রা‌তে শারাস্তি উপ‌জেলার চৌধুরী বা‌ড়ি‌তে অনু‌ষ্ঠিত হ‌বে।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের গ্রামে ১৯৪৭ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন। সংস্কৃতি খেলাঘর চাঁদপুর (ঐক্যতান), ধ্রুবতারা লাকসাম, রংধনু, পল্লবী, লালমনিরহাটের বাংলার মুখ সাস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। পিযূষ কান্তি চাঁদপুর শিল্পকলা একাডেমিরও সদস্য ছিলেন।

২০০৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার ছিলেন। তাঁর রচিত নাটক ‘ সোনার কাঠি চাঁদের বুড়ি’ ২০০৭ সালে ঢাকা পিপলস থিয়েটারের উৎসবে মঞ্চস্থ হয়।

তার মৃত্যু‌তে সাংস্কৃ‌তিক অঙ্গ‌নে শো‌কের ছায়া নে‌মে অা‌সে। চাঁদপু‌রের বি‌ভিন্ন সাংস্কৃ‌তিক ও সামা‌জিক সংগঠ‌নের ব্যা‌ক্তিবর্গ শোক জা‌নি‌য়ে‌ছেন। সংগঠক জীবন কানাই চক্রবর্তী, অজয় কুমার ভৌ‌মিক, সংগীত নি‌কেত‌নের অধ্যক্ষ স্বপন সেন গুপ্ত, সপ্তসুর সংগীত একা‌ডেমীর অধ্যক্ষ রুপালী চম্পক,সাংস্কৃ‌তিক চর্চা কে‌ন্দ্রের সভাপ‌তি শহীদ পাটওয়ারী, সাধারন সম্পাদক ইয়া‌হিয়া কিরন, চতুর‌ঙ্গের মহাসচিব হারুন অাল রশীদ, বর্ন‌চোরা নাট্য‌গোষ্ঠীর সাধারন সম্পাদক শরীফ চৌধুরী, অনন্যা নাট্য‌গোষ্ঠীর সাধারন সম্পাদক মৃনাল সরকার, বঙ্গবন্ধু শিশু কি‌শোর মেলা জেলা শাখার সভাপ‌তি এড‌ভো‌কেট ব‌দিউজ্জামান কিরন,
বঙ্গবন্ধু লেখক প‌রিষ‌দ জেলা শাখার সভাপ‌তি শামীম অাহ‌মেদ খান, সাধারন সম্পাদক অ‌ভি‌জিত রায়, স্বর‌লি‌পি নাট্য‌গোষ্ঠীর সাধারন সম্পাদক এম অার ইসলাম বাবু গভীর শোক জানান।

Powered by themekiller.com