Breaking News
Home / Breaking News / পুরাণবাজারে ব্যবসায়ি পরেশ সাহা’র আত্মার শান্তি কামনায় মন্দিরে প্রার্থনা সভা

পুরাণবাজারে ব্যবসায়ি পরেশ সাহা’র আত্মার শান্তি কামনায় মন্দিরে প্রার্থনা সভা

এম. রহমানঃ শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভু মন্দির কমিটির সাধারন সম্পাদক ও বারোয়ারী দুর্গোৎসব কমিটির সভাপতি স্বর্গীয় পরেশ চন্দ্র সাহা’র বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১৩ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ।তিনি বলেন,পরেশ দাদা ব্যবসা,পারিবারিক ও সংগঠনের সকল ক্ষেত্রেই একজন সফল মানুষ।আমরা যারা তাঁকে খুব কাছ থেকে দেখিছি।তারা জানি ওনি কতটা নির্লোভ ও পেশাদারিতে কতটা চতুরতার সাথে দায়িত্ব পালন করেছেন।তিনি আরো বলেন,সমাজকর্মী ও ধর্মানুরাগেও তিনি পিছিয়ে ছিলেন না।অনেকগুলো মন্দির কমিটির সাথে থেকে তিনি মন্দির ও ধর্মীয় উন্নয়নে কাজ করে গেছেন।তিনি তার সামাজিক কাজের মাধ্যমে অনেক উত্তোরসরী তৈরি করে গেছেন।শুধু তাই নয় পারিবারিকভাবেও তার ছেলেদের তিনি যোগ্য উত্তোরসরি হিসেবে তৈরি করে গেছেন।জেলা জন্মাষ্টমী পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহার পরিচালনায় শোকাহত এই অনুষ্ঠানের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,প্রয়াত পরেশ সাহা জেষ্ঠ সন্তান শিমুল সাহা,পুরানবাজার মধূসুদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস,চাঁদপুর সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিমল চৌধুরী,জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারি দীলীপ সরকার,তরুন ব্যবসায়ী শ্রী কালা চান বনিক,গোবিন্দ চন্দ্র সাহা,রনজিত পোদ্দার,সুভল পোদ্দার,দীপু ধর প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন গীরিধারি সাহা।বক্তারা বলেন,পরেশ চন্দ্র সাহা একজন ভালোমানের সংগঠক ও সফল ব্যবসায়ী ছিলেন।তিনি বিভিন্ন সংগঠনে জড়িত থাকার সুবাধে মানুষের উপকারে অনেক সামাজিক কাজ করে গেছেন।তাঁর ঐ সকল কাজের মধ্য দিয়েই তিনি আমাদের সকলের মাঝে আজীবন বেঁচে থাকবেন।আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।পরে জেলা জন্মাষ্টমী পূজা পরিষদের সভাপতি গোপাল সাহা সকলকে নিয়ে বিশেষ প্রার্থনা পাঠ করেন।এ সময় অনুষ্ঠানে আগত শতাধিক ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

Powered by themekiller.com