Breaking News
Home / Breaking News / ভাল চি‌কিৎস‌কের পাশাপা‌শি ভাল মানুষ হ‌তে হ‌বে —— শিক্ষামন্ত্রী ডাঃ দীপু ম‌নি

ভাল চি‌কিৎস‌কের পাশাপা‌শি ভাল মানুষ হ‌তে হ‌বে —— শিক্ষামন্ত্রী ডাঃ দীপু ম‌নি

অ‌ভি‌জিত রায় ।। চাঁদপুর মে‌ডি‌কেল ক‌লে‌জের ১ম বর্ষ এমবিবিএস কো‌র্সের ছাত্র ছাত্রী‌দের প‌রি‌চি‌তি সভা চাঁদপুর সদর হাসপাতা‌ল প্রাঙ্গ‌ণে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু ম‌নি এম‌পি ব‌লেন, ঘোষণার মাত্র ৭ মা‌সের ম‌ধ্যে চাঁদপুর মে‌ডিকলে ক‌লে‌জের যাত্রা শুরু হ‌য়ে ক্লাশ শুরু হ‌য়ে‌ছে। অাজ‌কে এক‌টি ঐ‌তিহা‌সিক দি‌নে ক‌লে‌জের যাত্রা হ‌লো। অাজ ১০ জানুয়া‌রি বাংলা‌দে‌শের জন্য,এক‌টি ঐ‌তিহা‌সিক দিন। এ দি‌নে জা‌তির জনক পা‌কিস্থা‌নে কারাবরন শে‌ষে স্বাধীন বাংলা‌দে‌শের মা‌টি‌তে পা রা‌খেন। ১৬ ডি‌সেম্বর দেশ স্বাধীন হ‌লেও জা‌তির জনক তখ‌নো দে‌শে ফি‌রেন‌নি। এ বি‌শেষ দিন‌টি অামা‌দের সকলের প্রেরনার উৎস।
‌তি‌নি মাননীয় প্রধানমন্ত্রী ও চাঁদপু‌রের জনগ‌ণের প্র‌তি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে ব‌লেন, অাজ প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা‌কে প্রথ‌মে কৃতজ্ঞতা জ্ঞাপন কর‌তে হয়ন কারন তি‌নি না হ‌লে এ মে‌ডি‌কেল ক‌লেজ চাঁদপু‌রে হ‌তো না। সা‌থে সা‌থে কৃতজ্ঞতা জানাই অামার জেলা বাসী‌কে ওনারা অামা‌কে তৃতীয় বা‌রের ম‌তো নিবা‌র্চিত ক‌রে‌ছেন।

তি‌নি নতুন শিক্ষার্থী‌দের উ‌দ্দে‌শ্যে,ব‌লেন, একজন মুমুর্ষ রোগীকে ভাল ক‌রে তোলার উপর বড় কোন তৃ‌প্তি নেই। রোগীর প্র‌তি মম্মত্ব‌বোধ না থাক‌লে রোগী‌কে সেবা প্রদান করা যা‌বে না। ভাল ডাক্তর হওয়ার অা‌গে ভাল মানুষ হ‌তে হ‌বে। মনটা‌কে খোলা রাখ‌বে ও বড় রাখ‌বে। কারন অামরা এ‌কে অাপ‌রের জন্য । ভাল চি‌কিৎস‌কের পাশাপা‌শি ভাল মানুষ হ‌তে হ‌বে।

১০ জনুয়ারি বৃহস্পতিবার বেলা ১২ টায় চাঁদপুর সদর হাসপাতালে অস্থায়ী কলেজ ভবনে এম বি বি এস ১ম বর্ষের ১ম ক্লাস ও শিক্ষার্থীদের পরিচিতি সভায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন জেলা প্রশাসক মোঃ মা‌জেদুর রহমান খান, অ‌তিরিক্ত পু‌লিশ সুপার মিজানুর রহমান, জেলা অাওয়ামী লী‌গের সভাপ‌তি পৌর মেয়র না‌ছির উ‌দ্দিন অাহ‌মেদ, সাধারন সম্পাদক অাবু নঈম পাটওয়ারী দুলাল, সহ সভাপ‌তি ডাঃ জে অার ওয়াদুদ টিপু।

স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জামাল সালেহ উদ্দিন, এছাড়াও বক্তব্য রাখেন জেলা বি এম এর সভাপ‌তি ডাঃ নুরুল হুদা, সাধারন সম্পাদক ডাঃ মাহামুদুনবী মাসুম, অ‌ভিবাবক অা‌নোয়ারা সরকা‌রি ক‌লে‌জের অধ্যাপক রেজানুল হক, ‌শিক্ষার্থী‌দের প‌ক্ষে লা‌মিয়া।

ডাঃ পিযূষ কা‌ন্তি বড়ুয়ার প‌রিচালানায় উপ‌স্থিত ছি‌লেন চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের অধ্যক্ষ ড. এ এস এম দেল‌য়োয়ার হো‌সেন, পুরান বাজার বিশ্ব‌বিদ্যালয় ক‌লে‌জের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মু‌ক্তি‌যোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা অাওয়ামীলী‌গের সহ সভাপ‌তি অাব্দুর র‌শিদ সর্দার, সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, শাহীর হো‌সেন পাটওয়ারী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ‌‌জিল্লুর রহমান জু‌য়েল, জেলা যুবলী‌গের যুগ্ম অাহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি এড‌ভো‌কেট জা‌হিদুল ইসলাম রোমান, জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের যুগ্ম অাহবায়ক জাফর ইকবাল মুণ্নাসহ অাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ম‌হিলা অাওয়ামীলী‌গের নেতাকর্মীবৃন্দ।

উ‌ল্লেখ্য অস্থায়ী ক্যাম্পা‌সে ২টি ক্লাস রুম, ৩টি টিউটোরিয়াল রুম, ১টি লাইব্রেরী, ১টি লেকচার রুম ও ১টি অধ্যক্ষের রুম সহ মোট ১৩টি রুম এ কলেজের জন্য নির্ধারিত হয়েছে।এতে ৫০ আসন বিশিষ্ট এ কলেজের ভর্তি কার্যক্রমের সময়সীমা ২০ জানুয়ারি পর্যন্ত রয়েছে। কিন্তু ইতিমধ্যেই ৩২ জন মেয়ে এবং ১৮ জন ছেলে শিক্ষার্থী ভর্তি হওয়ার মধ্য দিয়ে সেই ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তিকৃত এই শিক্ষার্থীদের মধ্যে চাঁদপুরের শিক্ষার্থী রয়েছে ৩ জন।

সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নির্ধারিত সময়সূচী অনুযায়ী শিক্ষার্থীরা ক্লাসে অংশ নেবে। এই কলেজের শিক্ষার্থীদের জন্য সদর হাসপাতালের পাশেই ডাক্তারদের থাকার জন্য নির্মাণ হওয়া ২টি বাস ভবন ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে তারা চাইলে অস্থায়ী আবাসিক হোস্টেল হিসেবে থাকতে পারবে। তবে ওই ভবনের ১ টির মধ্যে থাকবে মেয়ে শিক্ষার্থী ও অন্য ১ টি তে থাকবে ছেলে শিক্ষার্থী।

Powered by themekiller.com