Breaking News
Home / Breaking News / পড়া-লেখার পাশা পাশি খেলাধুলা করা শিশুদের অধিকার …….কানিজ ফাতেমা

পড়া-লেখার পাশা পাশি খেলাধুলা করা শিশুদের অধিকার …….কানিজ ফাতেমা

ষ্টাফ রির্পোটারঃ
মঙ্গলবার (৯ জানুয়ারি ) বিকেল ৪টায় চাঁদপুর আউটার ষ্টেডিয়ামে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কানিজ ফাতেমা (পিএএ) বলেন, পড়া-লেখার পাশা পাশি খেলাধুলা করা শিশুদের অধিকার, তারা যেনো এই অধিকার থেকে কোন ভাবে বঞ্চিত না হয় সেদিকে সকল অভিবাবক ও শিক্ষকদের খেয়াল রাখতে হবে। এ শিশুরা আমাদের আগামীর ভবিষ্যত, প্রত্যেকটি শিশুকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
তিনি প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সকল স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে,এম সাইফুল হক এর সভাপতিত্বে এম,আর ইসলাম বাবু ও ওয়াহিদুর রহমান লাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড.শাজাহান মিয়া।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সফরমালী উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম।
চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৫৩টি ইভেন্টে সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ গ্রহন করেন।
আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলেদেন, অতিথিবৃন্দ।

Powered by themekiller.com