Breaking News
Home / Breaking News / (অনবদ্য মন্তব্য) ———— “স্তন”

(অনবদ্য মন্তব্য) ———— “স্তন”

ছবিটিতে মা এর যেই শরীরের অংশের দিকে আপনাদের চোখ সবার প্রথমে গেছে সেটাকে স্তন বলে শুদ্ধ বাংলা ভাষায়, যা অনেকের কাছে মাংসের দলা হতে পারে, অনেকের কাছে নারীদের ধর্ষণ করার একটা কারন হতে পারে, আবার অনেকের কাছে তা হলো মাল! আবার অনেকের কাছে, ভীড় বাসে/ট্রেনে একটু আলতো করে স্পর্শ করার একটা নরম বল হতে পারে৷

কিন্তু পাশে শুয়ে থাকা শিশুটির কাছে এগুলোর কিছুই না৷ তখন তার কাছে স্তন গুলো বেঁচে থাকার সম্বল, ছোট্ট চারা গাছ যেমন মাটি থেকে তথা ধরিত্রী থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে বেড়ে ওঠে তেমনিভাবে এই শিশুটির কাছেও তাই৷ তখন তার কাছে ‘মা’ হল ধরিত্রী, যিনি তার সন্তানের জন্মের পর থেকে তাঁর চারাগাছ তথা তার সন্তানকে খাদ্য সরবরাহ করে বড়ো করে তোলে৷
আর সেই পুত্র শিশুই বড়ো হয়ে কোনো না কোনো মা এর কন্যা সন্তানের বক্ষ দেখে নিজেদের শরীরের সুখ মেটায়, ভুলে যায় তার অতীতের কথা৷
নারীকে নারী দিবসের শ্রদ্ধা জানাতে হবে না। যেদিন পাশ দিয়ে হেঁটে যাওয়া নারীর বুকের দিকে পুরুষজাতি লোভাতুর দৃষ্টিতে তাকাবে না, সেইটাই হবে অনেক বড় অর্জন।
ভাই ওটার নাম স্তন, যা না থাকলে পৃথিবীর মানব সভ্যতা ৫০ হাজার বছর পার করতে পারত না। গুহাবাসী আদিম শিশু গুহাতেই মারা যেত, পাথরে পাথর ঠোকার প্রস্তর যুগই শুরু হতো না।

আরও সোজা বাংলায় বলি, আপনার-আমার জন্ম হতো না। অতএব, নারী জাতিকে সম্মানের চোখে দেখুন কারন
আপনার মা বোনও একজন নারী….
(সংগ্রহ)

Powered by themekiller.com