Breaking News
Home / Breaking News / তালাক প্রাপ্ত স্ত্রী কর্তৃক প্রাণ নাশের হুমকির অভিযোগ

তালাক প্রাপ্ত স্ত্রী কর্তৃক প্রাণ নাশের হুমকির অভিযোগ

স্টাফ রির্পোটার : সমাজের ৮/ ১০ টা ছেলের মত ইসমামী শরীয়তমতে ১৯.১০.২০১২ তারিখে চাঁদপুর সদর থানার উত্তর শ্রীরামী, মাদ্ররাসা রোড এলাকার শহিদুল্ল্যাহ দর্জির ছেলে আব্দুল মালেকের সঙ্গে, চাঁদপুর জেলার শাহারাস্তি থানার,বিজয়পুর গ্রামের (হাটপাল) আহসান উল্ল্যাহ গাজীর কন্যা হালিমা আক্তারের সাথে বিবাহ হয়।বিয়ের ২/১ বছর উভয়ের দাম্পত্যজীবন সুখে ও শান্তিতে কাটে। এরপর,তাদের ঘর আলো করে জন্ম হয় কন্যা সন্তান শায়লা আফ্রিনের। বর্তমানে তাদের কন্যার বয়স ৬ বছর। ভাগ্যের নির্মম পরিহাস মালেকের। তাদের সুখের সংসারে নেমে আসে চরম অশান্তি।বিভিন্ন সময়ে কারণে,অকারণে মালেকের স্ত্রী হালিমা আক্তার মালেকের সাথে, ও মালেকের বাবা মায়ের সাথে অসৌজন্য মূলক আচরন শুরু করে। সামান্য দিনমজুর মালেক, তার সামান্য আয়েই চলে তার সংসার, কিন্তু তার স্ত্রী অাধুনিক জীবন যাপনের মোহে পরে শুরু করে মালেকের সাথে নির্মম অমানবিক নির্যাতন । বিষয়টি কয়েক বার সমাধানের চেষ্টা করা হলেও মালেকের স্ত্রীর অত্যাচার আগের চাইতে বেড়ে যায়। মালেকের দেওয়া তথ্য মতে,সামাজিক ভাবে উভয় পরিবার ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ২ বছর আগেই হালিমা তার ইদ্দত, মুদ্দত ও খরপোষ, মেয়ে শায়লা আফ্রিনের খরপোষ সহ যাবতীয় পাওনা সমস্ত বুঝিয়া পাইয়া তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়। হালিমা আক্তার বর্তমানে সে নিজে ও বিভিন্ন লোকের মাধ্যমে বিভিন্ন নাম্বার দিয়ে কল করে মালেককে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সর্বশেষ ২৩.১২.২০১৮ তারিখে সকাল ৮ ঘটিকায় হালিমা লোকের মাধ্যমে ফোন করে মালেককে প্রাণের নাশের হুমকি দেয়। উক্ত বিষয়ে মালেক নিজে বাদী হয়ে ২৪.১২.২০১৮ তারিখে চাঁদপুর সদর মডেল থানায় উপস্থিত হইয়া হালিমা আক্তারের বিরুদ্ধে একটি সাধারন ডায়রী করেন, ডায়রী নং ২২৩০। বর্তমানে মালেক উক্ত বিষয়টি নিয়ে মারাত্বক প্রাণ নাশের আতংকে আছে।

Powered by themekiller.com