Breaking News
Home / Breaking News / লম্বা ছুটিতে ভরপুর বছর ২০১৯ সাল

লম্বা ছুটিতে ভরপুর বছর ২০১৯ সাল

এম. আর হারুনঃ
২০১৮ সালটা এক্ষেত্রে সবচেয়ে বেশি খারাপ বছর ছিল। অনেকগুলো ছুটি শুক্র/শনিবারে পড়ে নষ্ট হয়েছে। রোজার ঈদের ছুটিকে আমরা বলেছিলাম বর্ধিত সপ্তাহান্ত। ঈদের তিনদিন ছুটির মাত্র ১ দিন রবিবারে পড়েছিল বলে শুক্র-শনিবারের পরে একদিন ছুটি কাটানো সম্ভব হয়েছিল। আগামী বছরটা আশা করি সে দু:খগুলো ভালোমতোই মুছে দিতে পারবে। চলুন দেখি কী ধরনের ছুটি আছে ২০১৯ সালে।
জানুয়ারী ২০১৯: খুশি হবার কোনো কারণ নেই। এ মাসে কোনো অতিরিক্ত বন্ধ নেই। পুরোটাই অফিস করতে হবে। অবশ্য কিছু কিছু বিদেশি প্রতিষ্ঠানে পহেলা জানুয়ারী নববর্ষের বন্ধ দেয়, তবে তাদের সংখ্যা হাতে গোনা।

ফেব্রুয়ারী ২০১৯: শুরু হয়ে গেল ছুটি। এ মাসের ২১ ফেব্রুয়ারী পড়েছে বৃহস্পতিবার, তারমানে ২১-২২-২৩ ফেব্রুয়ারী একটা চমৎকার তিনদিনের ছুটি পাওয়া গেল। তখনও শীত কিছু অবশিষ্ট থাকে, ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের দিকে বা শ্রীমঙ্গল।
হাল্কা শীতে চলে যেতে পারেন শ্রীমঙ্গল ছবি লেখক
মার্চ ২০১৯: এ মাসের বন্ধগুলো বেশি ভালো। ১৭ মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের বন্ধ। এ দিনটা আবার রবিবার, তারমানে ১৫-১৬-১৭ মার্চের চমৎকার একটা ছুটি। অবশ্য বর্তমান সরকার যদি নির্বাচনে হেরে যায় তবে এ ছুটিটা না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে ২৬ মার্চের স্বাধীনতা দিবসের ছুটিটা পড়েছে মঙ্গলবার, এটা পরিবর্তন হবার কোনো সম্ভাবনা নেই।

এপ্রিল ২০১৯: একেবারে মধু মাখানো একটা মাস। তিনদিনের ছুটি পড়েছে দুবার করে। প্রথমটা ১৪ এপ্রিল। বাংলা নববর্ষের এ বন্ধের দিনটা আগামী বছরে পড়েছে রবিবারে। ফলে নতুন বছরটা উদযাপন করার জন্য পাচ্ছেন টানা তিন দিন বন্ধ। ১৪ এপ্রিল রবিবার, ১২-১৩-১৪ চমৎকারভাবে শুক্র-শনি-রবিবারে মিলে গেল।

পরবর্তী বন্ধটা শবে-বরাতের বন্ধ যেটি পাওয়া যাবে ২১ এপ্রিল। সেদিনও রবিবার, যার অর্থ আরেকটি তিনদিনের বন্ধ ১৯-২০-২১ এপ্রিল। যদিও শবে-বরাতের বন্ধটা চাঁদ দেখার উপর নির্ভরশীল, মানে একদিন পেছাতে পারে এ বন্ধটা। তবুও বিষয়টা খারাপ না, কারণ বন্ধ পেছালেও সেটা কর্ম দিবসেই পড়বে।

মে ২০১৯: এই মাসটা শুরুই হয় বন্ধের দিন দিয়ে। আর ২০১৯ সালের এ বন্ধটা পড়েছে বুধবারে। চাইলে বৃহস্পতির দিনটা ছুটি নিয়ে হয়ে যেতে পারে লম্বা একটা ট্রিপ, ১-৪ মে পাঁচদিনের একটি চমৎকার ট্রিপও হয়ে যেতে পারে। মে মাসে অবশ্য একটা দু:খ থেকেই যাচ্ছে, ১৮ মেতে পড়া বৌদ্ধ পূর্ণিমার ছুটিটা যে পড়েছে শনিবারে।
বর্ষায় দেশের অন্যতম সেরা গন্তব্য সিলেট জেলা ছবি লেখক
জুন ২০১৯: ঈদের সময় এখন অনেকেই চিন্তা করেন পরিবারের সকলকে নিয়ে একটা লম্বা ট্যুর দেয়ার। অনেকেই দেশের বাইরেও যেতে চান। তাদের জন্য এবার সুবর্ণ সুযোগ বলতে পারেন। কারণ জুনের ২ ও ৩ তারিখ ছুটি নিলে ৯ দিনের সেই কাঙ্ক্ষিত ছুটি পেয়ে যেতে পারেন। ৩১ মে শুক্রবার আর পহেলা জুন শনিবার।

৪-৬ জুন ঈদ উল ফিতরের বন্ধ। আবার ৭-৮ শুক্র-শনিবার। সব মিলে দু’দিন ছুটি নিয়েই পেয়ে যেতে পারেন ৩১ মে থেকে ৮ জুন পর্যন্ত এ বিশাল ছুটি। পরিকল্পনা তাহলে এখনই শুরু করে দিতে পারেন। সড়কপথে ভুটান, দার্জিলিংয়ের সাথে সিকিম বা পুরো নয়দিনে বালিতে থাকার একটা পরিকল্পনা করতেই পারেন।

জুলাই ২০১৯: জানুয়ারীর মতোই একটা খরা মাস। কোনো অতিরিক্ত বন্ধ নেই। এ সুযোগে এতগুলো বন্ধজনিত দারিদ্র‌্য কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারেন।
আগস্ট ২০১৯: বছরের সেরা ছুটি এ মাসেই। নয় দিনের বিশাল ছুটি নেবার জন্য মাত্র ১ দিন ছুটি দরকার, আর সেটা হলো ১৪ আগস্ট। ৯-১০ তারিখের সপ্তাহান্তের সাথে সাথেই শুরু হবে তিন দিনের ১১-১৩ আগস্টের ঈদ উল আজহার ছুটি। ১৪ তারিখে কর্মদিবস থাকলেও ১৫ আগস্টের শোক দিবসের বন্ধ সাথে করে আনছে ১৬-১৭ আগস্টের সপ্তাহান্তের সাথে।
এখন শুধু ১৪ আগস্টের ছুটির ব্যাপারে বসকে রাজি করাতে পারলেই আপনার পথ পরিস্কার। চাকুরি জীবনের স্বপ্নের ৯ দিনের ছুটি পেয়ে যাবেন। বিদেশে ট্রিপ দেবার আরেকটা চমৎকার সুযোগ পেয়ে গেলেন। অবশ্য যাদের কোরবানীর দায়িত্ব থাকে তারা এ সুযোগ কাজে লাগাতে পারবেন না।

সেপ্টেম্বর ২০১৯: এ মাসে একমাত্র ছুটি ১০ সেপ্টেম্বর। সেদিন আশুরার ছুটি থাকবে। তবে এ ছুটিটা ঠিক সপ্তাহের মাঝখানে, মানে মঙ্গলবার দিন। তাই চাইলে যে কোনো একদিকে দু’দিন ছুটি নিয়ে লম্বা ছুটি তৈরী করার সুযোগ থেকেই যাচ্ছে।
অক্টোবর ২০১৯: সেপ্টেম্বরের মতো অক্টোবরেও একমাত্র ছুটি মঙ্গলবারে। দূর্গা পুজার এ ছুটিটা পড়েছে ৮ অক্টোবর। যথারীতি লম্বা ছুটি বানাতে হলে দুদিন মানে বুধ বৃহস্পতিবার ছুটি নিয়ে ৮ থেকে ১২ অক্টোবরের চমৎকার ছুটি তৈরী করে নিতে পারেন।
নভেম্বর ২০১৯: আবারো তিন দিনের ছুটি! ১০ নভেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী (স) এর বন্ধ। তাই ৮-৯-১০ নভেম্বর একটা চমৎকার তিনদিনের বন্ধ পেয়ে যাচ্ছেন। শীতের শুরুতে এই বন্ধ কাজে লাগিয়ে ঘুরে আসতে পারেন দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন।

ডিসেম্বর ২০১৯: ছুটির চমক দিয়েই শেষ হতে যাচ্ছে বছরটা

Powered by themekiller.com