Breaking News
Home / Breaking News / ১৯শে জানুয়ারি আওয়ামী লীগের মহাসমাবেশ

১৯শে জানুয়ারি আওয়ামী লীগের মহাসমাবেশ

ঢাকা প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছে আওয়ামী লীগ। এ উপলক্ষে আগামী ১৯শে জানুয়ারি রাজধানীর সহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দুপুর ২টা ৩০মিনিটে শুরু হওয়া জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমন তথ্য জানিয়েছেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ।

টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট, আর টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা।

এবারের নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮টি আসন। অন্যদিকে, তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে পেয়েছেন ৭টি আসন। তবে বিরোধী দল হিসেবে দেখা যাবে আওয়ামী লীগের জোটের শরিক দল জাতীয় পার্টিকে। তারা ২২ টি আসন পেয়েছে।

Powered by themekiller.com