Breaking News
Home / Breaking News / বৃহম্পতিবার ১১টায় নতুন এমপিদের শপথ

বৃহম্পতিবার ১১টায় নতুন এমপিদের শপথ

এম. আর হারুনঃ
বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সকাল ১১টায় সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিরা।

নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো নবনির্বাচিত এমপিদের গেজেট হাতে পাওয়ার পর এই সূচি ঠিক করার কথা জানিয়েছে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার সংসদ ভবনের পূর্ব ব্লকের ১ম লেভেলের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে।

সূত্র বলছে, নতুন এমপিদের দুই ধাপে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের নির্বাচিত এমপিরাই প্রথমে শপথ নেবেন। এরপর ক্রমানুসারে শপথ নেবেন বিরোধীদলসহ অন্যান্য দল বা জোটের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

তবে এর আগে নিজে নিজে আইনসভার সদস্য হিসেবে শপথ নেবেন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত ড. শিরীন শারমিন।

শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সংসদ সচিবের কার্যালয়ের স্বাক্ষর খাতায় সই করবেন। এরসঙ্গে এক সঙ্গে তাদের ছবি তোলা হবে।

এর আগে গত ৩০ ডিসেম্বর নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচিতদের নাম-ঠিকানাসহ গেজেট তৈরি করে মঙ্গলবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় বিজি প্রেসে পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

২৯৮ জনকে নির্বাচিত ঘোষণার ওই গেজেট প্রকাশ হলে তাদের শপথের আয়োজন করতে বুধবার সকালে সংসদ সচিবালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠায় ইসি।

Powered by themekiller.com