Breaking News
Home / Breaking News / বিশ্বাস ও সম্পর্ক ——————— এম. অাব্দুল অাজিজ শিশির

বিশ্বাস ও সম্পর্ক ——————— এম. অাব্দুল অাজিজ শিশির

বিশ্বাস ও সম্পর্ক
এম. অাব্দুল অাজিজ শিশির

অক্সিজেন ছাড়া প্রান বাঁচেনা।সম্পর্কের ক্ষেত্রে অক্সিজেন হল বিশ্বাস। সম্পর্কে বিশ্বাস অনেক বড় বিষয়।অক্সিজেন ছাড়া যেমন প্রানের অস্তিত্ব কল্পনা করা যায়না তেমন বিশ্বাস ছাড়া সম্পর্কের কথা চিন্তা করা যায় না।সম্পর্ক টিকে থাকে বিশ্বাস অার অাস্থার ওপর।কখনও এই বিশ্বাসে সামান্য চিড় বা একটু ফাটল ধরলে যেন বেজে যায় প্রলয় ঘন্টা।দুটি হৃদয়েই শুরু হয় কেয়ামতের অালামত। সামান্য একটু ভুল বোঝাবুঝি বপন করতে পারে সন্দেহের বীজ। অার সন্দেহ নামক বিষ মাখা তীরটি বির্দীন করে দিতে পারে বুক।ধ্বংস করে দিতে পারে অাপনার এত দিনের হিমালয় সম মজবুত বন্ধন।তাই অাপনি অাপনার সংগীর প্রতি হয়ে যান খোলা ডায়েরী। প্রান খুলে কথা বলুন।দুজন দুজনার ওপর পরিপূর্ন অাস্থা রাখুন।না হলে অাপনার ও গাইতে হতে পারে শিল্পীর সেই গান

“ঘর ভাংগতে ঝড় লাগেনা
পুড়তে কপাল লাগেনা অাগুন
সব কিছুই তো শেষ হয়ে যায়
ধরলে মনে অবিশ্বাসের ঘুন।”

Powered by themekiller.com