Breaking News
Home / Breaking News / তৃতীয় বারের মত নিরঙ্কুশ বিজয় অর্জন করলেন ড. মহীউদ্দীন খান আলমগীর

তৃতীয় বারের মত নিরঙ্কুশ বিজয় অর্জন করলেন ড. মহীউদ্দীন খান আলমগীর

মফিজুল ইসলাম বাবুল : কোন প্রকার সহিংসতা ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর-১ কচুয়া আসনে ভোটগ্রহণ ও গণনা শেষে সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ১ লক্ষ ৯৬ হাজার ৮ শত ৪৪ পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন ৭ হাজার ৭ শত ৫৯ ভোট,মোটর গাড়ি প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী এ কে এস এম শহিদুল ইসলাম ৬ শত ১৩ ভোট,উদীয়মান সূর্য প্রতীকে মোঃ আজাদ হোসেন ২শত ৫৭ ভোট ,লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এমদাদুল হক ১ হাজার ৩ শত ৭২ ভোট,মোমবাতি প্রতীকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রার্থী নুরুল আলম মজুমদার ৩ হাজার ৩ শত ৬ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামি শাসনতন্ত্রের প্রার্থী যোবায়ের হোসেন ৩ হাজার ৯৪ ভোট।বাতিল ২৩ শত ভোট। শতকরা হার-৮১%

নির্বাচনী আসনে মোট ১০৮ টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন-সহ রিটার্নিং কর্মকর্তা ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ।

রবিবার(৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। দিনভর বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দেন উপজেলার ১০৮ টি কেন্দ্র ও ৪৯৬ টি ভোট কক্ষের ভোটাররা।এতে মোট ভোটার ২ লাখ ৬৫ হাজার ৯ শ`৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৭৫১ জন, আর নারী ভোটার ১ লাখ ৩১ হাজার ৭শ` ৬২ জন।

Powered by themekiller.com