Breaking News
Home / Breaking News / শিক্ষার মানউন্নয়নের জন্য সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে ————- নুরুল আমিন রুহুল

শিক্ষার মানউন্নয়নের জন্য সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে ————- নুরুল আমিন রুহুল

এইচ এম ফারুক ::
চাঁদপুর -২(মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের নব নির্বাচিত এমপি আলহাজ্ব এ্যাডভোকেট নূরুল আমিন রুহুল বলেন, শিক্ষার মানউন্নয়নের জন্য সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। সরকারের যতগুলো ভাল কাজ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদে হাতে বইতুলে দেওয়া। শিক্ষক ও অভিভাবকদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানের সুব্যবস্থা করা। ১ জানুয়ারি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদয়ি উচ্চ বিদ্যালয়ে বিনা মূল্যে পাঠ পুস্তুক বিতরন উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকারের শিক্ষানীতির, ক্ষুধা দারিদ্র, নিরক্ষরতামুক্ত ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদেক্ষেপ সমূহ তুলে ধরে তা বাস্তবায়নে সহায়সতা করতে সকলের এগিয়ে আসতে হবে। নাউরী আহম্মদয়ি উচ্চ বিদ্যালয়ে সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জাকির হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ার‌্যাম মনজুর আহমদ, নাউরী আহম্মদয়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম , নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের প্রমূখ।

Powered by themekiller.com