Breaking News
Home / Breaking News / জেলায় পাসের হার ৯৯.২৫%। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২শ’ ৮৮

জেলায় পাসের হার ৯৯.২৫%। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২শ’ ৮৮

এম. আর হারুনঃ

এবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার চাঁদপুর জেলার ফলাফল গত বছরের তুলনায় ভালো হয়েছে। এবার পাসের হার এবং জিপিএ-৫ উভয়ই গত বছরের চেয়ে বেড়েছে। জেলায় এবার মোট পাসের হার ৯৯.২৫%। আর গত বছর ছিলো ৯৮.৬০%। এ বছর উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২শ’ ৮৮ জন। আর গত বছর পেয়েছে ৯ হাজার ৪শ’ জন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, চাঁদপুর জেলায় এবার পিইসিই তথা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট অংশ নিয়েছে ৪৬ হাজার ৬শ’ ৫৭ জন, পাস করেছে ৪৬ হাজার ৩শ’ ৩৫ জন। পাসের হার ৯৯.৩১%। আর জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৯ জন।

ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় এ বছর চাঁদপুর জেলায় অংশ নিয়েছে মোট ৬ হাজার ২শ’ ২৬ জন, পাস করেছে ৬ হাজার ১শ’ ৫২ জন। পাসের হার ৯৮.৮১%। জিপিএ-৫ পেয়েছে মাত্র ২শ’ ১৯ জন। তবে গত বছর জিপিএ-৫ পেয়েছিলো মাত্র ৬৫ জন।

উল্লেখ্য, সোমবার সারাদেশে একযোগে পিইসিই, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

ফরিদগঞ্জে জেএসসিতে পাশের হার ৯৪.০৯%, জেডিসিতে ৯৫.৬৭%
জিপিএ-৫ পেয়েছে ৭২ জন, শতভাগ পাশ ২৭ প্রতিষ্ঠানের

ফরিদগঞ্জ উপজেলায় জেএসসি পরীক্ষায় পাশের হার ৯৪.০৯% এবং জেডিসিতে ৯৫.৬৭%। চলতি বছর এ পরীক্ষায় উপজেলার ৫১ টি বিদ্যালয়ের মোট ৫৮৮৩ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। এদের মধ্যে ৫৫৩৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

২৪ ডিসেম্বর সোমবার প্রকাশিত ফলাফল থেকে দেখা যায়, জেএসসিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ-৫ পেয়েছে ৬০ জন । অপরদিকে এ বছরের জেডিসি পরীক্ষায় ৫১ টি মাদ্রাসার মোট ২৪৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। যার মধ্য থেকে ২৩৬৬ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ১২ জন । এছাড়াও বিদ্যালয় পর্যায়ে ৮ টি এবং মাদ্রাসা পর্যায়ে ১৯ টি প্রতিষ্ঠান শতভাগ পাশের কীর্তি গড়েছে।
জেএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে এবার মোট ৯ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া আদর্শ একাডেমী ফরিদগঞ্জে ২ জন, কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ে ১ জন, বড়গাঁ উচ্চ বিদ্যালয়ে ১ জন, পাইকপাড়া ইউ জি উচ্চ বিদ্যালয়ে ৩ জন, ফরিদগঞ্জ এ. আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭ জন, রামপুর বাজার মজিদিয়া উচ্চ বিদ্যালয়ে ২ জন, সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন, মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে ৩ জন, শোল্লা উচ্চ বিদ্যালয়ে ১ জন, খাজুরিয়া উচ্চ বিদ্যালয়ে ৬ জন, বাসারা উচ্চ বিদ্যালয়ে ১ জন, গাজিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে ১ জন, বালিথুবা আঃ হামিদ উচ্চ বিদ্যালয়ে ৪ জন, কাওনিয়া ওয়াই এম উচ্চ বিদ্যালয়ে ২ জন, বিরামপুর এস জে এম উচ্চ বিদ্যালয়ে ২ জন , আলোনিয়া উচ্চ বিদ্যালয়ে ২ জন, গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে ২ জন, ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ৪ জন, বি আর হাজী আব্দুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪ জন , শোল্লা এ আলী উচ্চ বিদ্যালয়ে ১ জন, হাজী মুহাম্মদ সেলিম উচ্চ বিদ্যালয়ে ১ জন জিপিএ-৫ পেয়েছে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Powered by themekiller.com