Breaking News
Home / Breaking News / ধর্মান্ধতা প্রকৃত ইসলামের শিক্ষা নয়।’

ধর্মান্ধতা প্রকৃত ইসলামের শিক্ষা নয়।’

বিশেষ প্রতিনিধিঃ আমাদের সমাজের অন্যতম সমস্যা ধর্মান্ধতা, কূপমণ্ডূকতা। ফতোয়া দেওয়া হয় গান গাওয়া হারাম, গান শোনা হারাম, ছবি অঙ্কন হারাম, খেলাধুলা হারাম ইত্যাদি। এভাবে একদিকে ধর্মের নামে যখন মানুষকে সংস্কৃতিবিমুখ করার চেষ্টা হচ্ছে তখন অন্যদিকে এই ধর্মান্ধতার মোকাবেলা করতে গিয়ে অনেকে ধর্মকেই প্রতিপক্ষ বলে মনে করছেন। এই সমস্যার সমাধানের জন্য প্রকৃত ইসলামের শিক্ষাকে মানুষের সামনে উপস্থাপন করার বিকল্প নেই। দৈনিক বজ্রশক্তি সেটাই করে চলেছে। ইনশা’আল্লাহ আমরা প্রমাণ করে দিব- ওই ধর্মান্ধতা প্রকৃত ইসলামের শিক্ষা নয়।’

একদিন আমরা বাঙালিরাই সারা দুনিয়াকে লিড দিব। কারণ ভাষার জন্য যারা জীবন দিতে পারে, স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করতে পারে, তারা অবশ্যই সারা দুনিয়াকে লিড দেওয়ার সামর্থ্য রাখে। আমরা কোনো দিক দিয়ে দুর্বল নই, আমরা সকল দিক দিয়ে সমৃদ্ধ। কিন্তু অন্যায়কে যখন মেনে নেওয়া হয়, অন্যায়ের সামনে আত্মসমর্পণ করা হয় তখন মানুষের আত্মিক মৃত্যু হয়ে যায়। যদি আমরা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, ধর্মব্যবসার বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমরাই সমস্ত পৃথিবীকে লিড দিতে পারব ইনশা’আল্লাহ।

Powered by themekiller.com