Breaking News
Home / Breaking News / অাপনা‌দের ভ‌বিষ্যৎ সুদৃড় ও জীবনমান যা‌তে উন্নত থে‌কে উন্নতর হয় সেই ল‌ক্ষ্য‌ে নৌকায় ভোট দিন কল্যানপুর ইউ‌নিয়‌নে ডাঃ দীপু ম‌নির

অাপনা‌দের ভ‌বিষ্যৎ সুদৃড় ও জীবনমান যা‌তে উন্নত থে‌কে উন্নতর হয় সেই ল‌ক্ষ্য‌ে নৌকায় ভোট দিন কল্যানপুর ইউ‌নিয়‌নে ডাঃ দীপু ম‌নির

অ‌ভি‌জিত রায় ।। চাঁদপুর-৩ অাস‌নে অাওয়ামীলী‌গের ম‌নোনীত প্রার্থী সা‌বেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু ম‌নি দিনব্যাপী উ‌ঠোন বৈঠক, ম‌হিলা সমা‌বেশ ও গণসং‌যোগ ক‌রে‌ছেন।
১৯ ডি‌সেম্বর বুধব‌ার সকাল থে‌কে সন্ধ্যা‌ পর্যন্ত সদর উপ‌জেলার কল্যানপুর ইউ‌নিয়‌নের ৭নং ওয়ার্ড কল্যান্দী গাজী বা‌ড়ির উ‌ঠোন বৈঠক, ৪নং ওয়া‌র্ডে মিজান মেম্বা‌রের বা‌ড়ির উ‌ঠোন বৈঠক, ১৫নং কল্যান্দী সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় প্রাঙ্গ‌ণের সমা‌বেশ, কল্যান্দী সাইকুল হা‌দিস অালহাজ্ব হযরত মাওলানা অাব্দুল খা‌লেক (রঃ) কবর জিয়ারত, কল্যান্দী অামানউল্যাপুর এলাকার দী‌ঘির পা‌রের উ‌ঠোন বৈঠক, ২নং ওযার্ডে ১৭নং দাসদী সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের সমা‌বেশ, ৮নং ওয়ার্ড নুরুল ইসলাম খান বা‌ড়ির উ‌ঠোন বৈঠক, ১৪নং ডাসদী উচ্চ বিদ্যালয় মা‌ঠের সমা‌বেশ,

এ সময় দীপু ম‌নি বক্ত‌ব্যে ব‌লেন,তারা বল‌ছে এ ইউ‌নিয়‌নে অাদমমখান সড়‌কের কাজ ‌বিএন‌পির প্রার্থী কর‌ছে। কি ক‌রে একজন ব্যা‌ক্তি সরকা‌রি রাস্তা বানা‌তে পা‌রে কতবড় মিথ্যাচার। যারা কোন‌দিন কাজ ক‌রে নাই তারা ভোট দি‌লেই সব কাজ ক‌রে দি‌বে অাপনারা কি তা বিশ্বাস ক‌রেন। মিথ্যাচা‌রের দল হ‌চ্ছে বিএন‌পি। তারা যুদ্ধাপরাধী‌দের বিচা‌রের সময় ব‌লে‌ছিল সাইদী‌কে চাঁ‌দে দেখা গে‌ছে, ‌সৌ‌দি অার‌বের মক্কায় না‌কি সকল ধর্মীয় নেতারা যুদ্ধাপরাধী‌দের মু‌ক্তির জন্য মানববন্ধন ক‌রে‌ছিল।

বিগত দশ বছ‌রের উন্নয়ন কাজের কথা উ‌ল্লেখ ক‌রে ব‌লেন, চাঁদপুর-হাইমচর মেঘনা নদীর ভাঙ্গন ব‌নঙ্ধে প্রাং ১৯ কি‌লো‌মিটার স্থায়ী বাঁধ নির্মাণ, লাকসাম-চাঁদপুর রেললাইন সংস্কার, ৩২৪টি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের ভবন নির্মাণ, ১৫০ মেগা ওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, শতভাগ বিদ্যুতায়ন, চাঁদপুরে মে‌ডি‌কেল ক‌লেজ স্থাপন, ৫৩টি উচ্চ বিদ্যালয় মাদরাসা ও ক‌লে‌জের ভবন নির্মাণ, ২৩৭ কি‌লো‌মিটার রাস্তা পাকাকরন, ৩৮টি ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক নির্মাণ, ১৫৯টি সেতু ও কালভার্ট নির্মাণ, মেরিন একা‌ডেমী, পাস‌পোর্ট অ‌ফিস, না‌সিং ইন্স‌টি‌টিউট, ১৫০ কো‌টি টাকা ব্যা‌য়ে অাধু‌নি নৌবন্দর(প্র‌ক্রিয়াধীন), ১১টি ইউ‌নিয়ন প‌রিষদ কম‌প্লেক্স ভবন স্থাপন, ৩০টি অাশ্রয়ন প্রক‌ল্পে ৩৭৫০ টি প‌রিবার‌কে ঘর বরাদ্ধ, ২টি অাধু‌নিক পা‌নি শোধনাগার নির্মাণ, ৫৯ হাজার কো‌টি টাকা ব্যা‌য়ে সা‌ড়ে ১০ হাজার একর জ‌মির উপর বি‌শেষ অর্থ‌নৈ‌তিক অঞ্চল (প্র‌ক্রিয়াধীন)।

এ সময় উপ‌স্থিত ‌জেলা অাওয়ামীলী‌গের যুগ্ম সম্পাদক এড‌ভো‌কেট জ‌হিরুল ইসলাম, সদর উপ‌জেলা অাওয়ামীলী‌গের সভাপ‌তি নুরুল ইসলাম না‌জিম দেওয়ান, সাধারন সম্পাদক অালী অারশাদ মিয়াজী, সহ সভাপ‌তি শহীদ মাস্টার, ‌জেলা যুবলী‌গের যুগ্ম অাহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের যুগ্ম অাহবায়ক জাফর ইকবাল মুন্না, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, কল্যাণপুর অাওয়ামীলী‌গের সভাপ‌তি ও ইউ‌পি চেয়ারম্যান শওকত হো‌সেন পাটওয়ারী র‌নি, সাধারণ সম্পাদক জি এম শ‌ফিকুল ইসলাম, সদর উপ‌জেলা ম‌হিলা অাওয়ামীলী‌গের সভাপ‌তি সা‌হিদা বেগম, সাধারন সম্পাদক না‌হিদ সুলতানা র‌নি, সদর উপ‌জেলা যুবলী‌গের য‌ুগ্ম অাহবায়ক শাহানুর শাবনু, কল্যানপুর ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম্যান মন্নান মাল, ৪নং ওয়া‌র

Powered by themekiller.com