Breaking News
Home / Breaking News / পাঁজর ভাঙা শব্দ ———— নূরুন্নাহার মুন্নি

পাঁজর ভাঙা শব্দ ———— নূরুন্নাহার মুন্নি

পাঁজর ভাঙা শব্দ
নূরুন্নাহার মুন্নি

রাতের শেষ গল্পটা না হয় কাঁচাই থাক,

বিষবৃক্ষের অভিমান জমে জমে –

অপরিণত পটভূমিতে শুধুই

ধূসর বেলার অরণ্যে রোধন।

নিশীথ উত্তাপে নিমগ্ন আবেদন,

ছুঁয়ে যায় ,নিশ্চুপে জ্বলে যায়,

তবু অধরাই ছেড়ে যায় তার-

অমূল্য স্বজন।

এক জীবন স্রোতহীন অনন্ত ,

বিশাল আকাশের বিচ্ছিন্ন আলপনায় লেখা

স্বরচিত কবিতার চরণ;

অথবা স্বঘোষিত স্বীয় শিল্পের আবেদন।

অবেলায় অবহেলিত উপাখ্যানের শেষ চন্দ্রবিন্দু;

খুঁজে খুঁজে অবশান্ত অভুক্ত অতঃপর-

পাঁজর ভাঙা শব্দের ভীড়ে-

হারায় তার সর্বস্ব নিঃশ্বাসটুকু।

Powered by themekiller.com