Breaking News
Home / Breaking News / স্বয়ং সন্ধানী অনুলিখন ———- নূরুন্নাহার মুন্নি

স্বয়ং সন্ধানী অনুলিখন ———- নূরুন্নাহার মুন্নি

১.
আমি শুনেছি মৃত পাথরের বুক ফাটা কান্নার শব্দ,
আমি দেখেছি শুকনো পাতার মর্মরতার চিত্র,
আমি উত্তাপের আলোড়নকে বাড়তে দেখেছি,
কিন্তু আগুন খুঁজে পাইনি,
আমি সমুদ্রের উত্তাল ঢেউ দেখেছি,
কিন্তু ঢেউয়ের গভীরতা খুঁজতে শিখিনি।
২.
একদিন লাভ লোকসানের পরিমাণটা ও অচেনা ই পড়ে থাকবে,
অযথা বিরক্তি বলে স্বঘোষিত চিৎকারে আর্তনাদ ছড়ানো গিটারটা অযত্নেই পড়ে থাকবে,
রাগান্বিত কার্তিকের মতো ,
আর কেউ অবেলার আনাগোনায় বলবে না
চলো অরণ্য আবিরে ঘুরে আসি,
স্বপ্তর্ষির মতোই পৃথিবী দেখি!
দেখো -পথ ভুলে অন্য পথে যেনো যেওনা।।

Powered by themekiller.com