Breaking News
Home / Breaking News / বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপের ফাইনাল রাউন্ড সম্পন্ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপের ফাইনাল রাউন্ড সম্পন্ন

অ‌ভি‌জিত রায় ।। চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বঙ্গমাতার শাহরাস্তি ১৮ নম্বর শোরসাক যুক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবুন্ধুতে বাবুরহাট চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় বঙ্গমাতার খেলায় শাহরাস্তি ১৮ নং শোরসাক যুক্ত সরকা‌রি প্রাথমিক বিদ্যালয় ৫-১গোলে মতলব উত্তরের ৬৮নং পশ্চিম এখলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে গোল্ডকাপ অর্জন করেছে।

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মতলব উত্তরের খেলোয়াররা ছিলেন সেতু মনি, বৃষ্টি আক্তার, মাকসুদা আক্তার, পলি আক্তার, ফেরদৌসী আক্তার, স্বপ্না আক্তার, আফিফা হোসেন, শাহীনুর আক্তার, মারজানা আক্তার, ইরা মনি, বৃষ্টি আক্তার, ফাতেমা আক্তার। ক্রীড়া শিক্ষক মো: মহসিন মিয়া।

শাহরাস্তির খেলোয়াররা ছিলেন শ্যামলী আক্তার ইতি( অধিনায়ক), নাদিয়া আক্তার মিতু, তানজিনা সুলতানা, পূর্নিমা আক্তার, জান্নাত আরা জিতু, নাইমা আক্তার, মারিয়া আলম মিতু, শান্তি আক্তার, মেঘলা আক্তার, লিজা আক্তার, মারিয়া আক্তার, শান্তা আক্তার, নাহিমা আক্তার। প্রশিক্ষক ও টিম ম্যানেজার সহকারী শিক্ষক আবু তাহের।

একই দিনে একই ভ্যানুতে দুপুর ৩টায় বঙ্গবুন্ধু গোল্ডকাপে ১৮ নম্বর বাবুরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে শাহরাস্তির ওয়ারুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে গোল্ড কাপ জিতে নিলেন।

বাবুরহাটের খেলোয়াররা ছিলেন মো: কামরুল ইসলাম, রাব্বানী হোসেন, মেহেদী হাসান, মো: মহিন খান, মো: জাহিদ হোসেন, মেহেদী, ইয়াছিন, মো: রাকিব, রবিউল, মো: শাওন,সুপ্রিম চাকমা, মেহেদী, শামিম, বোরহান।

শাহরাস্তির খেলোয়াররা ছিলেন শামিম পাটওয়ারী, মো: মাহি রহমান, মোহাম্মদ সায়েম, মো: আহাদুর, মো: ফার্ভেজ, মো: ছাব্বির, মো: সিপাতুল্লা, মো: ঈমন আলী, মো: জাহিদ, মো: পারভেজ, মো: তানভির,ফাহাদ, রাকিবুল।

সমাপনি ও পুরস্কার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন , পুলিশ সুপার মো: জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো: মাঈনুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহাবুদ্দিন আহমেদ।
এছাড়াও জেলা ফুটবল এসোসিয়েশানের বিভিন্ন জেলার ও উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,কর্মচারী ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক,শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খেলাগুলো উপভোগ করেন।

ধারাবার্ষকতায় ফরিদগঞ্জ পশ্চিম বদঃপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মাহফুজুর রহমান ও লক্ষন সরকার ছিলেন খেলা পরিচালনা করেন মো: মাসুদুর রহমান মাসুম সহকারী হিসেবে ছিলেন মো: লাবু ও মো: মাসুম বেপারী।

Powered by themekiller.com