Breaking News
Home / Breaking News / নতুন ভোট‌রের ভোট নৌকার প‌ক্ষে হোক অ‌া‌শিকা‌টি ইউ‌নিয়‌নে ডাঃ দীপু ম‌নির গণসং‌যোগ

নতুন ভোট‌রের ভোট নৌকার প‌ক্ষে হোক অ‌া‌শিকা‌টি ইউ‌নিয়‌নে ডাঃ দীপু ম‌নির গণসং‌যোগ

অ‌ভি‌জিত রায় ।। সদর উপ‌জেলার অ‌া‌শিকা‌টি ইউ‌নিয়‌নে দিনভর অওয়ামীলীগের দলীয় প্রার্থী ডাঃ দীপু ম‌নির গণসং‌যোগ করে‌ছেন। ১৩ ডি‌সেম্বর বৃহস্প‌তিবার সকা‌ল ১০টায় মধ্য অা‌শিকা‌টি খান বাড়ীতে উঠান, দ‌ক্ষিন অা‌শিকা‌টি সাজু খা‌নের বা‌ড়ি, চানখার দোকান এলাকা, রাল‌দিয়া বিল্লাল খা‌নের বা‌ড়ি, ৩নং ওয়া‌র্ডের সেনগাঁও এলাকা, ৮নং ওয়া‌র্ডের পাইকাস্তা মিয়াজী বা‌ড়ি, পাইকাস্তা সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় মা‌ঠের সমা‌বেশ ও আশিকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজান মৃধার কবর জিয়ারত ক‌রেন।
এ সময় তি‌নি বক্ত‌ব্যে ব‌লেন, অাপনারা নৌকায় ভোট দি‌য়ে‌ছি‌লেন তাই অামি এম‌পি হ‌য়ে‌ছিলাম, ‌সে কার‌নেই শেখ হা‌সিনা অামাকে পররাষ্ট্রমন্ত্রী বা‌নি‌য়ে‌ছি‌লেন।
৩০ তা‌রিখের নির্বাচন প্রস‌ঙ্গে ব‌লেন, অা‌মি অাপনাদের কা‌ছে ভোট চাওয়ার হকদার, কারন অা‌মি এ দশ‌টি বছর অাপনা‌দের জীবনমান উন্নয়‌নে কাজ ক‌রে‌ছি। বিএন‌পির লোক এ‌সে ভোট চাই‌বে কিন্তু অাপনার বি‌বেক বু‌দ্ধি খা‌টি‌য়ে ভোট দি‌বেন। শেখ হা‌সিনার উন্নয়ন‌কে এ‌গি‌য়ে নি‌তে অাবার নৌকায় ভোট দিন। শেখ হা‌সিনার সরকার বার বার দরকার। অা‌মি অাপনা‌দের কা‌ছে অাবারও কাজ করবার সু‌যোগ চাই।
পিংরা বাজার থে‌কে ছৈয়াল বা‌ড়ি পর্যন্ত রাস্তা‌টি ২ বছর অা‌গে কাজ পে‌য়েও বিএন‌পির ঠিকাদার রাস্তা‌টি ক‌রে‌নি। রাস্তা ভাল অামর সুনাম হ‌বে তাই তি‌নি কাজ‌টি ক‌রে‌নি। কাজ‌টি অাবার টেন্ডার হ‌য়েছে কাজ দ্রুত শুরু হ‌বে। নতুন ভোট‌রের প্রথম ভোট নৌকার প‌ক্ষে হোক।

উন্নয়‌নের কথা উ‌ল্লেখ ক‌রে ব‌লেন অামার নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুৎ সং‌যোগ দেওয়া হ‌য়ে‌ছে। ১৫৯টি সেতু কালভাট তৈরী করা‌ হ‌য়ে‌ছে। না‌সিং ই‌নি‌স্টিউট,‌কোস্টগার্ড স্টেশন, পাস‌পোর্ট অ‌ফিস, মে‌ডিক্যাল ক‌লেজ, ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক, ৩০০ অাশ্রয়ন প্রক‌ল্পে ৩৭৫০ প‌রিবার‌কে ঘর‌ দেওয়া হ‌য়ে‌ছে।
নদী ভাঙ্গা‌ রো‌ধে ৩৫বছ‌রে অ‌নেক এমপি মন্ত্রী ক্ষমতায় এসে‌ছে কিন্ত কেউ নদী ভাঙ্গন ‌রোধ ক‌রে‌নি। অা‌মি ইামচর‌কে নদী থে‌কে রক্ষায় ১৯ কি‌লো‌মিটা‌রের স্থায়ী বাধ দেওয়ার ব্যবস্থা ক‌রে‌ছি। ৩০০ কো‌টি টাকা ব্যা‌য়ে ১১৫ বছ‌রের পু‌রো‌নো লাকসাম চাঁদপুর রেলপথ‌কে নতুন ক‌রে তৈরী করা হ‌য়ে‌ছে। অামার নির্বাচনী এলাকায় ৩২৪ টি স্কুল, ৫৩টি ক‌লেজ, ২২৭ কি‌লো‌মিটার নতুর রাস্তা নির্মান করা হ‌য়ে‌ছে। ৩৮টি নতুন ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক করা হ‌য়ে‌ছে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন সদর উপ‌জেলা অাওয়ামীলী‌গের সভাপ‌তি নুরুল ইসলাম না‌জিম দেওয়ান, জেলা স্ব‌চ্ছো‌সেবক লী‌গের যুগ্ম অাহবায়ক জাফর ইকবাল মুন্না, সদর উপ‌জেলা ম‌হিলা অাওয়ামীলী‌গের সা‌হিদা অাক্তার, সদর উপ‌জেলা যুবলী‌গের যুগ্ম অাহবায় শিমুল হাসান শাবনু, সদর থানা ছাত্র লী‌গের সভাপ‌তি এ‌বি এম;‌রে‌জোয়ান, সাধ‌রন সম্পাদক না‌ছির গাজী, ইউনিয়‌নের অাওয়ামীলী‌গের সভাপ‌তি অাব্দুর রাজ্জাক ভূঁইয়া, সাধারন সম্পাদক অালমগীর,মিহ‌লিা অাওয়ামীলী‌গের সভাপ‌তি সাহিনা অাক্তার হেনা, সাধারন সম্পাদক মমতাজ বেগম, যুবলী‌গের অাহবায়ক সে‌লিম মাল, সি‌নিয়র যুগ্ম অাহবায়ক ‌মোঃ শাহ অালম গাজীসহ অাওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা‌সেবকলীগ, ছাত্রলীগ, ম‌হিলা অাওয়ামীলীগ ও কৃষকলী‌গের অসংখ্য নেতাকর্ম।

Powered by themekiller.com