Breaking News
Home / Breaking News / চট্টগ্রামে ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

ইকবাল মুন্না,চট্টগ্রামঃ

ধানী জমি ও সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় ছিন্নমূল বস্তিবাসীদের
ফ্ল্যাট প্রকল্পের মাধ্যমে পূর্ণবাসন প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত এক সমাবেশ মহানগর জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি, সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে সদস্য সচিব স্বপন বিশ্বাস ও কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. অনুপম সেন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করে বলেন ৫৫,৫৫৫ বর্গ মাইলের ভূখন্ডের বাংলাদেশে স্বাধীনতাকালীন সময়ে গ্রাম ছিলো ৬৪,০০০। তৎকালীন ৭ কোটি মানুষের জন্য খাদ্য ঘাটতির জন্য এক লক্ষ টন খাদ্য আমদানী করতে হত। বর্তমানে বাংলাদেশে ১৬ কোটি মানুষ। গ্রামের সংখ্যা ৮৪ হাজারের অধিক। এতে বোঝা যায়, ধানী জমি কি পরিমাণে বাড়ি ভিটায় পরিণত হচ্ছে ও কৃষি জমি হারাচ্ছে এবং আর্থ সামাজিক প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ বসতি হারিয়ে ছিন্নমূল হয়ে বস্তিতে বাস করছে। বস্তিতে অপরাধ প্রবণতার অজুহাতে বিভিন্ন সময় সংবিধানের স্বীকৃত বাসস্থানের অধিকার থেকে বঞ্চিত করে বস্তিবাসীদের উচ্ছেদ করতে দেখা যায়। এক্ষেত্রে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধানী জমি রক্ষায় কৌশল হিসেবে বহুতল ভবন নির্মাণ করে তথায় ছিন্নমূল বস্তিবাসীদের পূর্নবাসনের পদক্ষেপ একটি যুগান্তকারী উদ্যোগ। তাই তিনি প্রধানমন্ত্রীকে চট্টগ্রামের জন্য ৫০,০০০ ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব দিয়ে বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় নিয়ে যেতে বস্তিবাসী ছিন্নমূল জনতার প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আরো বলেন ছিন্নমূল বস্তিবাসীদের ন্যায় সঙ্গত সকল সংগ্রামের সাথে আমি একাত্মতা ঘোষনা করছি।

আপনাদের আগামীর সকল কর্মসূচীতে আমি থাকব। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ভাস্কর ডি কে দাশ মামুন, জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য শ্রমিক নেতা মোক্তার আহমেদ, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ মুসা সওদাগর, নগর জাতীয় পার্টির নেতা এনায়েত আলী খান, রেজাউল করিম রেজা, প্রখ্যাত শ্রমিক নেতা আবদুল হান্নান, চট্টগ্রাম মহানগর

Powered by themekiller.com