Breaking News
Home / Breaking News / হিন্দু-‌বৌদ্ধ-‌খ্রিস্টান ঐক্য ও পূজা প‌রিষদের সা‌থে দীপু ম‌নির মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত

হিন্দু-‌বৌদ্ধ-‌খ্রিস্টান ঐক্য ও পূজা প‌রিষদের সা‌থে দীপু ম‌নির মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত

অ‌ভি‌জিত রায় ।। ৩০ ডি‌সেম্বর একাদশ জাতীয় নির্বাচন‌কে সাম‌নে রে‌খে বাংলা‌দেশ হিন্দু-‌বৌদ্ধ-‌খ্রিস্টান ঐক্য প‌রিষদ জেলা শাখা ও বাংলা‌দেশ পূজা উদযাপন প‌রিষদ চাঁদপুর জেলা শাখার সা‌থে সা‌বেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু ম‌নির মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ১০ডি‌সেম্বর সোমবার রা‌তে তার নিজ বাসভব‌নে অনু‌ষ্ঠিত সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে ব‌লেন, সকল সম্প্রদা‌য়ের মানুষকে নি‌য়ে বাংলা‌দেশ এ‌গি‌য়ে যা‌চ্ছে। শেখ হা‌সিনাকে অাবার প্রধানমন্ত্রী‌ কর‌তে হ‌লে নৌকার জয় নি‌শ্চিত কর‌তে হ‌বে।
প্রত্যাশা অার প্রা‌প্তির ম‌ধ্যে ফারাক থাক‌বেই তার প‌রেও অামা‌দের ল‌ক্ষে পৌছ‌তে হ‌বে। গত দশ বছ‌রে অা‌মি যা উন্নয়ন ক‌রে‌ছি তা ম‌নে হয় প্রত্যাশার চাই‌তে বেশী হ‌য়ে‌ছে। তার কৃ‌তিত্ব শেখ হা‌সিনা অার অাপনা‌দের ভোট। তি‌নি সেবা প্রস‌ঙ্গে ব‌লেন, অা‌মি রাজনী‌তি‌কে সেবা হি‌সে‌বে নি‌য়ে‌ছি। অা‌মি ছোট বেলায়‌ বাবার কাছ থে‌কে শি‌খে‌ছি। অামা‌কে জনগন যে ভালবাসা দিয়ে‌ছে তাই অামার কা‌ছে বড় প্রা‌প্তি।
‌নির্বাচন প্রস‌ক্ষে বলেন, অাগামী নির্বাচন জিত‌তেই হ‌বে। তা‌দের কা‌ছে সম্প্রী‌তির কোন স্থান নেই। একজন দ‌ন্ডিত ব্যা‌ক্তি ম‌নোনয়ন প্রত্যাশী‌দের সাক্ষাৎকার নেন। এখন তা বোঝা যা‌চ্ছে এ সাক্ষাতকার ‌ছিল ম‌নোনয় ব‌া‌ণি‌জ্যের। তারা যুদ্ধাপরাধী‌দের ম‌নোনয়ন দি‌য়ে মু‌ক্তিযু‌দ্ধের সা‌থে বৈইমানী ক‌রে‌ছে।

হিন্দু-‌বৌদ্ধ-‌খ্রিস্টান ঐক্য প‌রিষদ জেলা শাখার সভাপ‌তি এড‌ভো‌কেট বিনয় ভূষন মজুমদা‌রের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক এড‌ভো‌কেট রন‌জিৎ কুমার রায় চৌধুরীর প‌রিচালনায় বক্তব্য রা‌খেন জেলা অাওয়ামী লী‌গের সভাপ‌তি পৌর মেয়র না‌ছির উ‌দ্দিন অাহ‌মেদ, সাধারণ সম্পাদক অাবু নঈম পাটওয়ারী দুলাল, সহ সভাপ‌তি স‌ন্তোষ কুমার দাস, কৃ‌ষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌ‌মিক, জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি সুভাষ চন্দ্র রায়। এসময় উপ‌স্থিত ছি‌লেন জেলা অাওয়ামীলী‌গের দপ্তর সম্পাদক শাহঅালম মিয়া, সাংগঠ‌নিক সম্পাদক শাহীর হো‌সেন পাটওয়ারী, ঐক্য প‌রিষদ নেতা মু‌ক্তি‌যোদ্ধা অ‌জিত সাহা, রন‌জিত কুমার ব‌নিক, রুপালী চম্পক, কৃষ্ণা সাহা, মৃদুলা সাহা, পিযূষ কা‌ন্তি রায় চৌধুরী, কল্পনা সরকার।
উপ‌স্থিত ছি‌লেন প‌রিষদ নেতা জয় রাম র‌ায়, লক্ষন চন্দ্র সূত্রধর, বিপ্লব চক্রবর্তী, লিটন দাস, বিমল চে‌ধৈুরী, অ‌ভি‌জিত রায়, লিটন সাহা, এড‌ভো‌কেট পল‌াশ মজুমদ‌ার, সু‌দিপ্ত রায়‌ ‌‌চৌধুরীসহ জেলা, থানা, পৌর শহর প‌রিষ‌দের নেতৃবৃন্দসহ সহস্রা‌ধিক হিন্দু-‌বৌদ্ধ-‌খ্রিস্টান সম্প্রদা‌য়ের জনগন।

Powered by themekiller.com