Breaking News
Home / Breaking News / জমে ওঠেছে চাঁদপুরের নির্বাচনী প্রচারনা

জমে ওঠেছে চাঁদপুরের নির্বাচনী প্রচারনা

এম. আর হারুনঃ

দলীয় নির্বাচনের প্রতীক আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে বিতরন করার পর পরই চাঁদপুরের ৫টি উপজেলা নির্বাচনী উৎসবের নগরীতে পরিনত হয়েছে। নির্বাচনী এলাকা গুলোতে দফায় দফায় আওয়ামীলীগ বিএনিপর মিছিল শ্লোগানে মুখরিত হয়ে ওঠেছে। দলীয় কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতাকর্মী ও ব্যবসায়ীরা তাদের মনোনিত প্রার্থীদের লিফলেট বিতরন করা শুরু করেছে। নির্বাচনী উপজেলার সর্বত্র এখন প্রতীক নিয়ে ব্যস্ত রয়েছে দলীয় কর্মীরা। থেমে নেই প্রার্থীরা, যার যার নির্বাচনী এলাকা গুলো চষে বেড়াচ্ছেন। শহর গ্রামগঞ্জ ও চর এলাকা গুলোতেও প্রার্থীরা গন সংযোগ করছেন। ভোটারদের খুব কাছাকাছি গিয়ে দেশের উন্নয়ন করার প্রশ্বাস, ২১ শতকের ডিজিটাল বাংলাদেশ বির্নিমান, উন্নয়নের অগ্রাধীকারসহ বিভিন্ন ধরনের আশ্বাস প্রদান করছে প্রার্থীরা। নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মীসহ প্রার্থীরা। শহরের চা দোকান থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে এখন ভোটারদের সকল জল্পনা কল্পনা। ভোটারদের মাঝে প্রার্থী ও উন্নয়নের মতাভেদ প্রকাশ পাচ্ছে। শহরের এলাকা ওয়ার্ড গুলোতে নির্বাচনী সভা সমাবেশ অনিষ্ঠিত হচ্ছে। প্রার্থীদের ঘুম হারাম হয়ে গিয়েছে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। কে হবেন আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর বিজয়ী। আগামী জাতীয় সংসদ একাদশতম নির্বাচন বিজয়ী হওয়ার আশায় প্রতীকি নিয়ে প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে পৌছছে প্রার্থী ও নেতা কর্মীরা। নির্বাচনী মাঠ এখন উৎসবের নগরীতে পরিনত চাঁদপুরের ৫ আসন। কচুয়া, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ-শাহরাস্তী, মতলব উত্তর-মতলব দক্ষিন এবং চাদপুর-হাইমচর উপজেলা নিয়ে চাঁদপুরের ৫টি আসনের আপামর জনতা থেকে ১৮ লক্ষাধীক ভোটাররা এখন ৩০ ডিসেম্বর গোপন ব্যালটের অপেক্ষা মাত্র।

Powered by themekiller.com