Breaking News
Home / Breaking News / রবিঠাকুর লিখেছিলেন, “মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে।”

রবিঠাকুর লিখেছিলেন, “মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে।”

ইলা ইয়াসমিন,বিশেষ প্রতিনিধিঃ

রবিঠাকুর লিখেছিলেন, “মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে।” সেই মেঘ কখনও চিরস্থায়ী হয় না এ সত্যও আমার জানা আছে। তাই ২৩ বছর ধরে অপপ্রচারের কালো মেঘ হেযবুত তওহীদকে ঢেকে রাখলেও আমরা হতাশ নই। সেই মেঘ এখন অপসৃয়মান।
.
আমাদের সদস্য-সদস্যাদের অদম্য মনোবল, অবিচল নিষ্ঠা ও সংগ্রামী চরিত্র এই অপপ্রচারকে জয় করতে সক্ষম হয়েছে অনেকাংশে। তাদের অক্লান্ত প্রচেষ্টায় দেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ লক্ষ সভা সমাবেশ। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতেও বহু লোক আমাদের সম্পর্কে সঠিক তথ্য জানতে পারছেন, আমাদের সংস্পর্শে আসার সুযোগ পাচ্ছেন। আমরা জানি, আমাদের সংস্পর্শে আসলে একজন মানুষ মিথ্যা প্রচারের প্রভাব থেকে মুক্ত হবেনই। কারণ শক্তিশালী সত্যের নিজস্ব অভিকর্ষ আছে যা শেষ পর্যন্ত মানুষকে নিজের কাছে টেনে আনবেই।
.
গতকাল চট্টগ্রামে বিভাগে নতুন যোগদানকৃত ভাই-বোনদের সঙ্গে পরিচয়ের সুযোগ ঘটল। সারাদিন তাদের সঙ্গে কাটালাম এবং তাদের নানা প্রশ্নের জবাব দিলাম। তাদের সবার ভেতরে যে আন্তরিকতা ও উদ্যম লক্ষ করলাম তা সত্যিই আমাকে উদ্বেলিত করেছে আমাদেরকে আরো প্রত্যয়ী করে তুলেছে।

Powered by themekiller.com