Breaking News
Home / Breaking News / নৌকা প্রতীকের হিরো আলমের মনোয়ন বাতিল

নৌকা প্রতীকের হিরো আলমের মনোয়ন বাতিল

বিশেষ প্রতিনিধিঃ “নির্বাচন কমিশনার বড় বড় কথা বলেন। তাঁরা কষ্ট করে নির্বাচন কমিশনার হননি। তাঁরা যদি বুঝতেন, (ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করা) এর জ্বালাটা কতটুকু, তাহলে তাঁরা ১ শতাংশ ভোটারদের স্বাক্ষর সংগ্রহের আইনটা পাস করতেন না। আমাদের সবার একটাই সমস্যা ভোটারদের স্বাক্ষর। আমার এলাকায় ভোটার ৩ লাখ ১২ হাজার। আমার ৩১০০ ভোটার স্বাক্ষর লাগে, আমি ৩৫০০ দিয়েছি। তারপরও বাতিল হয়েছে!

যাই হোক আপিল করলাম, সেখানেও কাজ হয়নি। তারা শুধু পাতা দেখছে আর উল্টাইছে। গ্রাম গঞ্জের লোক তো এমনিতেই ভয় পায়, সত্য কথা বললে তো লাশ হতে হয়, জেলখানায় যেতে হয়। না হয় এলাকা ছাড়তে হয়। তাই যাচাইয়ে অনেকে আমার কথা বলেনি।

রাজনীতি করতে গেলে অনেক কৌশল নিতে হয়। কিন্তু আমরা কৌশল বুঝি না। আমরা সাধারণভাবে চলি। আমরা সোনার বাংলাদেশ গড়তে চাই। রাজনীতি নিয়ে ব্যবসা করতে চাই না। আপনারা (সরকার) রাজনীতি নিয়ে ব্যবসা শুরু করছেন। তাই ব্যবসা বন্ধ করুন, সামনে আমাদের এগোতে দিন।”
—আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী।
নাগরিক সভা, জাতীয় প্রেসক্লাব।

Powered by themekiller.com