Breaking News
Home / Breaking News / মতলব দক্ষিণে সচেতনামূলক কর্মসূচীর অনুষ্ঠানে এখন থেকে এক ব্যক্তি একাধিক ভাতা পাবেন না ………………উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম

মতলব দক্ষিণে সচেতনামূলক কর্মসূচীর অনুষ্ঠানে এখন থেকে এক ব্যক্তি একাধিক ভাতা পাবেন না ………………উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার ঃ মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম বলেছেন, এখন থেকে এক ব্যক্তি একাধিক ভাতা ভোগ করতে পারবেন না। বর্তমান সরকার ডিজিটাল পদ্ধতিতে সকল প্রকার ভাতা প্রদান করবেন। সামাজিক নিরাপত্তা বেষ্টুনীর আওতায় মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করা হবে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে এসডিজি উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের আওতায় আনা হবে। ফলে কেউ ভাতা থেকে বঞ্চিত হবেন না। সরকার বিকাশ/রকেটের মাধ্যমে ভাতাভোগী তাঁর ভাতা গ্রহণ করতে পারবেন। আজ ৫ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মতলব দক্ষিণ উপজেলার সকল ভাতাভোগীদের সচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, মতলব পৌরসভার প্যানেল মেয়র-২ কাউন্সিলর রোটা. কিশোর কুমার ঘোষ, কাউন্সিলর ওয়াহিদুজ্জামান মৃধা, মামুনুর রশিদ, দিনারা আক্তার বিপ্লবীসহ অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ। সভায় প্রায় ৫ শতাধিক ভাতাভোগী সদস্য উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com