Breaking News
Home / Breaking News / ফেসবুকের মাধ্যমে মা- বাবাকে ফিরে পেল খাদিজা

ফেসবুকের মাধ্যমে মা- বাবাকে ফিরে পেল খাদিজা

এইচ এম ফারুক:
ছয় বছরের একটি মেয়েকে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি বেড়িবাঁধ এলাকায পাওয়া গেলে মেয়েটির ছবি ও মোবাইল নম্বরসহ ২৯ নভেম্বর মানসুর আহমেদ নামের একটি ফেসবুক আইডতে পোষ্ট করা হয়। ফেসবুক আইডিতে ব্রাহ্মনবাড়ীয়া থেকে ফোন আসলে জানা যায় মেয়েটির নাম খাদিজা আক্তার (০৬), পিতা- মোঃ শামীম খলিফা, সাং- উজানীসার, থানা ও জেলা ব্রাহ্মনবাড়ীয়া।

২৮ নভেম্বর বুধবার দুপুর নিজ বাড়ী থেকে হাড়িয়ে গেলে বিষয়টি বি’বাড়ীয়া সদর থানার ২৯ নভেম্বর বৃহস্পতিবার সাধারণ ডায়রী করা হয়। ডায়েরী নং- ১৯০২। ৩০ নভেম্বর শুক্রবার মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া খাদিজার পিতা-মাতাকে মতলব উত্তর থানায় এনে খাদিজা আক্তারকে তাদের কাছে বুঝিয়ে দেয়া হয়।
এ সময় মতলব উত্তর থানার অফিসারদের সাথে খাদিজার পিতা-মাতা, ফেসবুক আইডি’র মানসুর আহমেদ, খাদিজাকে লালনকারী মাহমুদা আক্তারসহ ফরাজীকান্দি এলাকার সিরাজুর ইসলাম মোল্লা ও শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com