Breaking News
Home / Breaking News / চাঁদপুর জেলা (বাপসা) নির্বাচ‌নে সভাপতি প‌দে সুলতান ও সম্পাদক কুদ্দুস বিজয়ী

চাঁদপুর জেলা (বাপসা) নির্বাচ‌নে সভাপতি প‌দে সুলতান ও সম্পাদক কুদ্দুস বিজয়ী

অ‌ভি‌জিত: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা কমিটির নির্বাচন- ২০১৮ সম্পন্ন হয়েছে।
সভাপতি প‌দে মোঃ সুলতান মাহমুদ সাধারন সম্পাদক মোহাম্মদ কুদ্দুস আখন্দ নির্বা‌চিত হ‌য়ে‌ছে।
২৪ নভেম্বর শনিবার চাঁদপুর সদর উপজেলা পরিষদের হল রুমে সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৭টি পদের মধ্যে ৬টি পদের বিপরীদে ১৬ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন।
চাঁদপুর জেলার ৯৪ টি ইউনিয়ন পরিষদের ৮৪ জন (সচিব) ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচিত করেন।
যারা নির্বাচীত হয়েছেন তারা হলেন, সভাপতি সুলতান মাহমুদ, সাধারন-সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস রোকন আখন্দ, যুগ্ন-সাধারন সম্পাদক মহিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক ছালামত উল্ল্যাহ খান শাহিন, প্রচার সম্পাদক ইব্রাহীম খলিল। অর্থ-সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন সোহেল।
ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করেন, প্রধান নির্বাচন কমিশনার সাবেক ইউপি সচিব মফিজুল ইসলাম। এসময় নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভাপতি পদে সুলতান মাহমুদ পেয়েছেন ৪২ ভোট। অপর প্রার্থী গোলাম মোস্তফা পেয়েছেন ৪০ ভোট। সহ-সভাপতি পদে বসির উল্লাহ খন্দকার পেয়েছেন ৫৪ ভোট, অপর প্রার্থী দুলাল চন্দ ঘোষ পেয়েছেন ২৮ ভোট।
সাধারণ-সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল কুদ্দুস রোকন আখন্দ পেয়েছেন ৫৫ ভোট, অপর প্রার্থী সোলায়মান মীর পেয়েছেন ২৭ ভোট। যুগ্ন-সাধারন সম্পাদক পদে মহিবুল হাসান পেয়েছেন ৪২ ভোট, অপর প্রার্থী মোঃ আবু বকর ছিদ্দিক পেয়েছেন ৪০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ছালামত উল্ল্যাহ খাঁন শাহিন পেয়েছেন ৫৪ ভোট, অপর প্রার্থী ছিদ্দকুর রহমান পেয়েছেন ২৭ ভোট। প্রচার সম্পাদক পদে ইব্রাহীম খলিল পেয়েছেন ৫০ ভোট, অপর প্রার্থী অন্তু দে পেয়েছেন ৩২ ভোট।
এদিন সকাল ১১টায় ভোট গ্রহন চলাকালীন সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কানিজ ফাতেমা প্রার্থী ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় কেন্দ্রীয় (বাপসা) সভাপতি শেখ হাবিবুর রহমান, সাধারণ-সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মমিন ও চট্রগ্রাম বিভাগীয় বাপসা’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com