Breaking News
Home / Breaking News / প্রয়োজনে লড়াই করে ভোট দিতে হবে ———–ব্যারিস্টার মওদুদ আহমদ

প্রয়োজনে লড়াই করে ভোট দিতে হবে ———–ব্যারিস্টার মওদুদ আহমদ

এইচ এম এফ :
ভোটাধিকার ফিরে পেতে প্রয়োজনে লড়াই করে ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘যদি নিজের ভোট দিতে বাধা আসে, তবে তাদের প্রতিহত করে ভোটধিকারা প্রয়োগ করতে হবে তাহলেই আপনাদের বিজয় নিশ্চিত।’

২৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪ তম জন্মদিন উপলক্ষে ‘নাগরিক অধিকার আনন্দলন ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আমাদের ৭ দফা দাবির একটিও মানেনি এই সরকার। কিন্তু তার পরও জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে আমরা নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়ার সাথে সাথে এই সরকার আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়েছে। আজকে পরাজয়ের ভয় মনের মধ্যে ঢুকে গেছে তাদের। দেশের মানুষ এই বার যদি মুক্তভাবে ভোট দিতে না পারে, মানুষ তাদের মনের ইচ্ছের প্রতিফলন ঘটাতে না পারে তাহলে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।’
সাবেক আইনমন্ত্রী আরো বলেন, ‘ভোটারদের, মহিলা ও পুরুষদের বুঝাতে হবে, এবার আপনাদের শেষ চান্স আপনারা আর সুযোগ পাবেন না। দরকার হলে আপনাদেরকে লড়াই করে ভোট দিতে হবে। অর্থাৎ আপনাদেরকে যারা বাধা দিবে তাদের প্রতিহত করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। এছাড়া অন্য কোনো বিকল্প থাকবে নেই। এভাবে যদি ধানের শীষের পক্ষের ভোটাররা বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট কেন্দ্রে যায় এবং ভোট দেওয়ার জন্য লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার ভোট আমি দেব এটা যদি করাতে পারেন তাহলে বিজয় আপনাদের নিশ্চিত।’
আয়োজক সংগঠনের সভাপতি ঢাকা মহানগর উওর বিএনপি’র সহ-সভাপতি এ কে এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহম্মাদ রহমতুল্লাহ, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, যুবদ‌ল নেতা কা‌দের সিদ্দিকী প্রমুখ।

Powered by themekiller.com