Breaking News
Home / Breaking News / চাঁদপুরে BELTA কতৃক ইংরেজি শিক্ষকদের প্রশিক্ষণ

চাঁদপুরে BELTA কতৃক ইংরেজি শিক্ষকদের প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি :
অাজ শুক্রবার সকাল নয়টায় চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে Bangladesh English Language Teacher’s Association ( BELTA) Chandpur Chapter এর অায়োজনে চাঁদপুর জেলার বিভিন্ন কলেজ,মাদ্রাসা,মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ইংরেজি শিক্ষকদের Teaching English Effectively প্রেক্ষিত একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।BELTA মেম্বার মন্জুরে মওলা শামীম এর উপস্থাপনায় কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে,এম সাইফুল হক। জি এম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার রুহুল অামিন এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর হাসান অালী সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ও BELTA Chandpur Chapter এর সাংগঠনিক সম্পাদক এম, অাব্দুল অাজিজ শিশির।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্মশালার উদ্ভোধন করেন।প্রশিক্ষক হিসেবে ছিলেন চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মাস্টার ট্রেইনার মো: রফিকুল ইসলাম,মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক( ইংরেজি) ও চাঁদপুর ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি ও মাস্টার ট্রেইনার মাসুদুর রহমান,হাজীগঞ্জ পালিশারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মাস্টার ট্রেইনার ইদ্রিস মজুমদার সুজন, হিন্দুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাস্টার ট্রেইনার কাজী অালাউদ্দিন শামীম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক ও BELTA চাঁদপুর চাপ্টারের চাপ্টার কো অর্ডিনেটর অাব্দুল খালেক মুন্সী নয়ন,অাল অামিন একাডেমীর সহকারী শিক্ষক মো : হানিফ ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক মো: ওয়ালী উল্লাহ।দিনব্যাপী কর্মশালায় চাঁদপুর জেলার ইংরেজি বিষয়ের শিক্ষকগন অংশগহন করেন।

Powered by themekiller.com