Breaking News
Home / Breaking News / কুষ্টিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযানে ০৩ প্রতিষ্ঠানের জরিমানা

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযানে ০৩ প্রতিষ্ঠানের জরিমানা

রোকনুজ্জামান কুষ্টিয়া:
কুষ্টিয়ায় বাজার অভিযানে মুল্য তালিকা না থাকার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের পৌর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান ৷ তিনি জানান, মুল্য তালিকা না থাকার অপরাধে পৌর বাজারের নিউ সাদেক এন্ড ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ২ হাজার টাকা এবং নারিকেল তলা এলাকার এস এম ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ২ হাজার টাকা এবং একই এলাকার মিতালী এন্ড ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরিনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com