Breaking News
Home / Breaking News / তাবলীগের মুরুব্বী হাজী আব্দুল ওহাব আর নেই

তাবলীগের মুরুব্বী হাজী আব্দুল ওহাব আর নেই

ঢাকা রিপোর্টঃ
চলে গেলেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি আলমি শুরার প্রধান হাজি আবদুল ওয়াহাব। দীর্ঘ অসুস্থতার পর আজ রোববার (১৮ নভেম্বর) সাড়ে ৬ টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হাজী আবদুল ওয়াহাব লাহোরের একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসাধীন ছিলেন। তিনি শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

রায়বেন্ডের তাবলিগি মারকাজে বাদ মাগরিব তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

হাজী আবদুল ওয়াহাব ১৯২৩ সালের ১ জানুয়ারি দিল্লিতে জন্মগ্রহণ করেন, দেশভাগের পর তিনি পাকিস্তান চলে যান। তিনি তাবলিগ জামায়াতের তৃতীয় প্রধান ছিলেন।

তিনি লাহোর ইসলামিয়া কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৪৪ সালে তাবলিগ জামাতে যোগদান করেন। এ সময় তিনি ব্রিটিশ ভারতের জেলা অফিসার হিসেবে কাজ করতেন।

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মুহম্মদ ইলিয়াসের সরাসরি সঙ্গী হিসাবে পরিচিত ছিলেন হাজী আবদুল ওয়াহাব। তাকে পাকিস্তানের প্রথম পাঁচজন ব্যক্তির মধ্যে একজন বলে মনে করা হয়, যিনি তার সমগ্র জীবন তাবলিগ জামায়াতকে দিয়েছিলেন।

Powered by themekiller.com