Breaking News
Home / Breaking News / লক্ষ্মীপুরে সরকারী বরাদ্দ বাস্তবায়নে সজাগ- মোহাম্মদ শাজাহান আলি

লক্ষ্মীপুরে সরকারী বরাদ্দ বাস্তবায়নে সজাগ- মোহাম্মদ শাজাহান আলি

মোহাম্মদ ইয়াছিন: লক্ষ্মীপুর সদর উপজেলায় সরকারী সকল বরাদ্দ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে- নির্বাহী অফিসার মোহাম্মদ শাজাহান আলি।
তারই আলোকে – ঘর তৈরীতে গুণগত মান ধরে রাখতে অটল সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাজাহান আলি। জানা যায়, জমি আছে ঘর নেই এ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলার চররূহিতা, উত্তর হামছাদী, দক্ষিণ হামছাদী, টুমচর, শাকচর, উত্তর জয়পুর ও হাজিরপাড়া, এ ৭টি ইউনিয়নে ঘর পাবে ৫৭৩টি পরিবার। প্রতিটি ইউনিয়নে একযোগে তৈরী হচ্ছে নতুন ঘর।
৫৭৩টি ঘর তৈরী করা মানে একটি বিশাল কর্মযজ্ঞ। ঘর নির্মাণের এ প্রকল্প বাস্তবায়নকে একটি ‘যুদ্ধ’ হিসেবে নিয়েছেন নির্বাহী অফিসার।সীমিত বাজেটের মধ্যে উন্নতমানের ঘর তৈরী করে এ প্রকল্পে দেশের সেরা ঘর নির্মাতা হতে চান ঘর তৈরীতে গুণগত মান ধরে রাখতে অটল সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাজাহান আলি । ইতোমধ্যে কয়েকজন সুবিধাভোগীকে তাদের জন্য নির্মিত ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।
প্রতিদিনই কোন না কোন এলাকায় নতুন নতুন ঘর নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে। আর সুবিধাভোগীরা ঘর বুঝে নিয়ে বসবাস শুরু করছে।
আরও আগেই এসব ঘরের নির্মাণ কাজ সম্পূর্ণ হবার কথা থাকলেও অতিবৃষ্টির কারণে নির্মাণ কাজের গতি বার বার থেমে যায়।
লক্ষ্মীপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিদর্শন করে দেখা যায়, স্বল্প বাজেটের মধ্যে টেকসই ঘর নির্মাণ করা হচ্ছে। ঘর তৈরীতে উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এসব ঘরের স্থায়িত্ব অনেক বেশী হবে বলে স্থানীয়রা মত প্রকাশ করেছেন।
সিমেন্টের পিলার তৈরীর জন্য রঢ দিয়ে খাঁচা তৈরীর পর নির্বাহী অফিসারের সামনে ঢালাই দেয়া হয়েছে। যার কারণে কোনভাবেই পরিমাণ কম বা নিম্নমানের উপকরণ ব্যবহারের সুযোগ হয়নি। ঘর নির্মাণের এ কাজ ইউএনও শাজাহান আলি নিজেই তদারকি করছেন। প্রতিদিনই উপজেলা প্রশাসনের ফেসবুকে ফেইজে ঘর নির্মাণ নিয়ে নির্বাহী অফিসার শাজাহান আলির দৃশ্যমান কর্মতৎপরতা পরিলক্ষিত হচ্ছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাজাহান আলি ঘোষিত “ঘর নির্মাণ যুদ্ধ” বর্তমান তৎপরতায় অব্যাহত থাকলে স্বল্প সময়ের মধ্যে ৫৭৩ জন সুবিধাভোগীকে তাদের কাঙ্খিত ঘর বুঝিয়ে দেয়া সম্ভব হবে বলে স্থানীয় পর্যবেক্ষক মহল মনে করেন।

Powered by themekiller.com