জমিদার
~©️মোহাম্মাদ নাকিবউদ্দীন♑️
৯ জানুয়ারী, ২০২৪ (০৩:৫১)
জমিদার –
একজনই পাবে হাজারে হাজার,
একজনই খাবে হাজারে হাজার
বাটি ভরা সুস্বাদু আহার,
ব্যঞ্জন, পোলাও, কোরমা, আচার,
পানীয় রঙিন বুদবুদ বেশুমার।
আশেপাশে দেখার, সময় নেই তার,
উচ্ছিষ্ট কুড়াতে আছে প্রজা আর ভাগাড়।
ঘুঙুর হাবেলীতে আঙুর রাত কাবার,
খাজনার বাজনায়, উমরাও জানেরা সাবাড়।
মাঠে ঝরে ঘাম, গড়ে কষ্টের পাহাড়,
সোনালী ফসল তবু ফাঁস প্রহার।
সেই জমিদার, আজ নেই জমিদার,
আছে ভিন্ন পোশাকে, আছে একই কারবার।
চোখ মেলে দেখ ছবি গোঙানো কান্নার,
ধরণ পাল্টে একই শোষণের আকার।
আছে সেই কামড়, নখর, বেসাতী মিথ্যার,
আছে বঞ্চনা, গঞ্জনা, আনমনা হাহাকার,
আছে নীরব অশ্রুভার,
তিস্তার, পদ্মার।
জলে-স্হলে-অন্তরীক্ষে লুকিয়ে জমিদার,
খুঁজে নাও, বেছে নাও আজ তোমার অধিকার॥