Breaking News
Home / Breaking News / জামালপুরে মর্টার সেলের সন্ধান, নিরাপত্তা চাদরে কাটলো রাত, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনীর বোম ডিস্পোজাল টিম

জামালপুরে মর্টার সেলের সন্ধান, নিরাপত্তা চাদরে কাটলো রাত, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনীর বোম ডিস্পোজাল টিম

নিপুন জাকারিয়া :—

জামালপুর সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণের উত্তর পাশে, কোজগড় মোড় এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশের পরিত্যক্ত স্থানে মর্টার সেলের সন্ধান পাওয়া যায় গতকাল ৮ ই জানুয়ারি সোমবার বিকালে। পরে পুরো জায়গাটি ঘিরে রাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কোজগড় নবরত্ন সরকারি প্রথমিক বিদ্যলয়ের পাশে ইউপি সদস্য কামরুজ্জামান বাবুলের ওয়েল্ডিং মিস্ত্রি জাহাঙ্গীর মর্টারসেলটি প্রথম দেখতে পায়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে যায়গাটি ঘিরে রাখে।
রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস , সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরাব হোসাইন,ওসি ডিবি কাজী শাহনেওয়াজ, সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর সহ র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস সে সময় জানান, মর্টারসেল ডিস্পোজাল এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাটাইল ক্যান্টনমেন্টে যোগাযোগ করা হয়েছে। সকালে বোম ডিস্পোজাল টিম এসে এটা ডিস্পোজাল করবে। বোম ডিস্পোজাল টিম আসার আগ পর্যন্ত সাদারণ মানুষ যেন সেখানে যেতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জায়গাটি নিরাপত্তা চাদরে গিরে রাখে।

মঙ্গলবার সকালে ঘটনাস্থলে সেনাবাহিনীর বোম ডিস্পোজাল টিমের ক্যাপ্টেন মুনতাছিরের নেতৃত্বে একটি দল এসে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে মর্টার সেলটির বিস্ফোরণ ঘটায়। এসময় জামালপুর -টাঙ্গাইল মহাসড়কে সব ধরনের যান বাহন চলাচল বন্ধ ছিল। বোম ডিস্পোজাল করার সময় উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল কাদের, র‌্যাব ১৪ জামালপুর কর্মকর্তা মেজর মোঃ আবরার ফয়সাল সাদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস, সদর এএসপি সোরহাব হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ।

নিপুন জাকারিয়া
জামালপুর

Powered by themekiller.com