এম আর সজিব সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
বিগত ২৪-১২-২০২৩ ইংরেজি রোজ রবিবার রাত ৮ ঘটিকায় জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর সাধারণ সভা অনুষ্ঠিত।
সংগঠনের সভাপতি শায়খুল হাদিস মুফতি আব্দুল হান্নান সাহেব এর সভাপতিত্বে ও মহাসচিব মুফতি মাওসুফ আহমদ এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। ইষ্ট লন্ডনের স্থানীয় ফোর্ড স্কয়ার মসজিদের হলরুমে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন মাওলানা কামাল উদ্দিন। আগামী তিন বছরের জন্য নব নির্বাচিত কমিটির খসড়া উপস্থাপন করা হয় যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
উল্লেখ্য গত ২৬ নভেম্বর সংগঠনটির ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি পদে মুফতি আব্দুল হান্নান সাহেব ও মহাসচিব পদে মুফতি মাওসুফ আহমদ পুনঃ নির্বচিত হন।
পরবর্তীতে সভাপতি,সেক্রেটারি এবং সংগঠনের মুরব্বিগণ মিলে পুর্নাঙ্গ কমিটির খসড়া তৈরি করে বৈঠকে পেশ করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।
এতে ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ১৭৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি।
উপদেষ্টা পরিষদ গঠন হয়
প্রধান উপদেষ্টাগন হলেন,
হাফিজ মাওলানা শামসুল হক লন্ডন,
মাওলানা এখলাছুর রাহমান বার্মিংহাম,
মাওলানা ক্বারি আব্দুল করিম লন্ডন,
মাওলানা জমশেদ আলী লন্ডন,মাওলানা আব্দুল গাফফার লন্ডন, মাওলানা বশির উদ্দিন লন্ডন, মাওলানা শায়খ ইয়াহয়া অল্ডহ্যাম, মাওলানা আবু সাঈদ কামালী শেফিল্ড, মাওলানা ক্বমর উদ্দিন রচডেল,মাওলানা হারিছ উদ্দিন লন্ডন,
মাওলানা শায়খ সাঈদ আলী লন্ডন,
মাওলানা খলিলুর রহমান স্কানথ্রপ,আলহাজ্ব আব্দুল জলিল লন্ডন, আলহাজ্ব শামসুদ্দিন বানিগ্রামী লন্ডন।
কার্যনির্বাহী পরিষদ’র সদস্যগন হলেন
সভাপতি মুফতি আব্দুল হান্নান লুটন,
সহ-সভাপতি মুফতি জিল্লুল হক লুটন,
মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী মিল্টন কিংস,মাওলানা সৈয়দ আশরাফ আলী লন্ডন, মুফতি সাইফুল ইসলাম,ব্রাডফোর্ড মাওলানা গোলাম কিবরিয়া লন্ডন, মাওলানা হাফিজ মোবারক আলী লন্ডন, মাওলানা সৈয়দ মোশাররফ আলী লন্ডন,মাওলানা আব্দুর রব ফয়জী বার্মিংহাম, মাওলানা আব্দুল হাফিজ বার্মিংহাম,মাওলানা আবু তাহের ফারুক্বী লিডস, মুফতি আব্দুল মালিক লন্ডন, মাওলানা নাজিরুল ইসলাম লন্ডন, মাওলানা আব্দুল আযীয ফারুকী অক্সফোর্ড, মাওলানা আব্দুর রব সারে, মাওলানা মিফতাহ উদ্দীন ব্রাডফোর্ড, মুফতি জুনায়েদ আহমদ অল্ডহ্যাম, মুফতি আজিম উদ্দিন লন্ডন,মাওলানা মুখলিছুর রহমান লন্ডন,মাওলানা গোলজার আহমদ অল্ডহ্যাম।মহাসচিবমুফতি মাওসুফ আহমদ লন্ডন,যুগ্ম মহাসচিব মাওলানা মামনুন মহিউদ্দীন লন্ডন,সহ-সাধারণ সম্পাদক
মাওঃ এখলাছুর রাহমান বালাগন্জী ব্রাডফোর্ড,হাফিজ মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ বার্মিংহাম, মাওলানা সাদিকুর রহমান অল্ডহ্যাম, ব্যারিস্টার হাফিজ মাওঃ হাবিবুল্লাহ বার্মিংহাম, মাওলানা শেখ নুরে আলম হামিদী অলসল,মাওলানা আব্দুল কাইয়ুম কামালী অল্ডহ্যাম, মুফতি বুরহান উদ্দীন লন্ডন, হাফিজ মাওলানা সৈয়দ জুনায়েদ আহমেদ রচডেল,মাওলানা জয়নাল আবেদীন প্রেষ্টন,মাওলানা শাহ মাশুকুর রশীদ গ্লোস্টার, মাওলানা শামছুল হক ছাতকি লন্ডন,হাফিজ মোস্তাক আহমদ লন্ডন, হাফিজ মাওলানা মাসুম আহমদ সাহেবজাদায়ে হযরত শায়খে কৌড়িয়া লন্ডন,মাওলানা নাবিল আহমদ লুটন,মাওলানা কাওছার আহমদ লন্ডন,
মাওলানা জুনায়েদ ক্বাসেমী পর্তুগাল,মাওলানা মোখতার হোসাইন লন্ডন,
মৌলভী আলহাজ্ব জামিল বদরুল সান্ডওয়েল, হাফিজ ক্বারি মাওলানা মোদ্দাসসির আনোয়ার অলসল,অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ জসিম উদ্দীন লন্ডন,সহ- অর্থ সম্পাদক মাওলানা উবায়দুল হক ব্রাডফোর্ড,হাজি শায়েস্তা মিয়া, লন্ডন
মাওলানা সৈয়দ ইকবাল আহমদ,বার্মিংহাম
সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রাহমান লন্ডন,সহ-সাংগঠনিক সম্পাদক
মাওলানা মোহাম্মদ জাকারিয়া বার্মিংহাম,
হাফিজ মাওলানা নাসির উদ্দিন আহমদ লন্ডন,মাওলানা এনাম উদ্দীন লন্ডন,মাওলানা সৈয়দ আব্দুল খালিক সান্ডওয়েল, হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ রচডেল,মাওলানা বদরুল আলম লন্ডন, মাওলানা আকবর আলী মানচেষ্টার,
মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহ পর্তুগাল,
মাওলানা শাহনূর আহমদ ইতালি।
প্রচার সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী নিউক্যাসল। সহ- প্রচার সম্পাদক
মাওলানা আবু সুফিয়ান লন্ডন, আলহাজ্ব মৌলভী মঈনুল ইসলাম লিডস,মাওলানা মনসুর বিন সালেহ লুটন,মাওলানা সাইফুল ইসলাম লন্ডন,মাওলানা আব্দুস সামাদ মুহিব বার্মিংহাম,শেখ শামসুল ইসলাম ইতালি,
মাওলানা আলীম উদ্দিন স্পেইন,মোহাম্মদ ইমদাদুর রাহমান রুম্মান লন্ডন। প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম আল-মাদানী লন্ডন।সহ- প্রশিক্ষণ সম্পাদক
হাফিজ মাওলানা আমিরুল ইসলাম গ্লোস্টার, মাওলানা আব্দুল হান্নান লুটন,মাওলানা নোমান আহমদ, অলসল
মাওলানা ফখরুদ্দিন গ্রীস।সাহিত্য সম্পাদক
মাওলানা মাহফুজ আহমদ লন্ডন।সহ- সাহিত্য সম্পাদক মাওলানা হাবিবুর রাহমান ফ্রান্স,মাওলানা এমদাদুল হক অল্ডহ্যাম,
মাওঃ শিহাব উদ্দীন তালুকদার লন্ডন,
মাওলানা শাহ উবাইদুর রাহমান আবিদ অল্ডহ্যাম, হাফিজ মাওলানা আলতাফ হোসেন ফ্রান্স, মুফতি শামীম আহমদ গ্লোস্টার, মাওঃ শিব্বির আহমদ ইতালি।
যুব বিষয়ক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ লন্ডন,সহ- যুব বিষয়ক সম্পাদক
হাফিজ ওয়ালিদ রাহমান লন্ডন,মাওলানা ফুজায়েল আহমদ সারে, হাফিজ মাওলানা আব্দুল মতিন খন্দকার মিলটন কিংস,
মাওলানা এমদাদুর রহমান চৌধুরী নিউক্যাসল। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
হাফিজ মাওলানা এনাম উদ্দীন আল-আযহারী লন্ডন,সহ- আন্তর্জাতিক সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ নোমান লন্ডন, মাওলানা আব্দুস সাত্তার লুটন,মাওলানা রুহুল আমীন তালুকদার ইতালি,হাফিজ সেলিম আহমদ ফ্রান্স,
মাওলানা আব্দুল ফাত্তাহ পর্তুগাল।
তাফসিরুল ক্বোরআন সম্পাদক
হাফিজ মাওলানা আব্দুল আউয়াল লন্ডন।
সহ- তাফসিরুল ক্বোরআনসম্পাদক,মাওলানা মোঃ জহির উদ্দিন লন্ডন,মাওলানা জয়নাল আবেদীন বার্মিংহাম,মাওলানা জহিরুল ইসলাম অলসল,মাওলানা সৈয়দ আবু তালহা কিডির মিনিষ্টার,মাওলানা সিরাজুল্লাহ শেখ বার্মিংহাম।দা’ওয়াহ বিষয়ক সম্পাদকহাফিজ মাওলানা শফিকুল ইসলাম লন্ডন।