Breaking News
Home / Breaking News / চাঁদপুরে ৬ শতাধিক চক্ষু রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

চাঁদপুরে ৬ শতাধিক চক্ষু রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মোহাম্মদ সিন্টু।।
চাঁদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী চক্ষু হাসপাতাল।
রোববার সকাল ৯ টা থেকে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাসে ও গভনিং বর্ডির সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপুর উদ্যোগে দিনব্যাপী এ চক্ষু সেবা প্রদান করা হয়।
এসময় সন্ধানী চক্ষু হাসপাতালের টিম লিডার অধ্যাপক ডাঃ দীপল কৃষ্ণ অধিকারী, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সেবাদানকারী চক্ষু চিকিৎসক অধ্যাপক মোতালেব হোসেন, ডাঃ ফাতেমাতুজ জোহরা উপস্থিত ছিলেন। এছাড়া দুইজন অটোমেটিক্স, ৩ জন ভিষন পরিক্ষক, কোডিনোটরসহ ১২ জনের একটি টিম কাজ করে। চক্ষু দান সমিতির সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম চৌধুরী জানান, গত দুই দিন চাঁদপুরের বিভিন্ন এলাকায় বিনামূল্যে চক্ষু সেবার বিষয়ে মাইকিং করা হয়। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছেঃ স্বেচ্ছায় মরনোত্তর চক্ষু দান। কোর্নিয়া জনিত অন্ধদের এই চক্ষু প্রতিস্থাপন করা হয়। ৬ শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে ৩ শতাধিক রোগীর মাঝে চশমা বিতরণ করা হয়।

Powered by themekiller.com