Breaking News
Home / Breaking News / অনবদ্য কবি সারমিন জাহান মিতুর কবিতা “নিশ্চুপ কবর “

অনবদ্য কবি সারমিন জাহান মিতুর কবিতা “নিশ্চুপ কবর “

নিশ্চুপ কবর
-সারমিন জাহান মিতু
23,12,2023

সুপ্ত নীলিমার বুকে লুকিয়ে ছিলাম,
পৃথিবীর দিকে হাত বাড়াইনি কোনোদিন।
হঠাৎ কি যে হলো আমার
উল্কা ঝড়ে ভেসে এলাম পৃথিবীর বুকে,
সেই থেকেই পতনের কাল শুরু।
তথাকথিত মানবসভ্যতার নামে
কত কি যে দেখা হলো,
কিন্তু ভালোবাসা দেখা হয়নি।
আসলে ওরা ভালোবাসতে জানেনা
ভালোবাসতে শেখনি বলেই।
পাখির জগতে টুঁই পাখিটি
ফুলের সঙ্গে ওর মিতালী -ভ্রমরের মধু আহরণ,
পাহাড়ের বুক হতে বয়ে যাওয়া ঝর্ণা
কি সুখে মিশে যায় তটিনীর বুকে
সুনির্মল বাতাসের কানে কানে মধুর বারতা।
শিশিরের সঙ্গে সূর্যের দূরালাপনি
কিংবা রাতে চাঁদের সাথে অন্ধকারের প্রেম আলাপন
সবকিছুতে ঋণহীন ভালোবাসায় রংধনু পৃথিবী।
কিন্তু মানুষ মায়া করে কই,
ভালোবাসে কখন
ওদের শুধু নিজের জন্যই চাই।
ভিনদেশি তারা আমি-
ওদেরই ভালোবাসা শেখালাম
যারা আমায় কাদামাটিতে জ্যান্ত কবর দিলো,
এখন আমি নিশ্চুপ কবর
আমার যন্ত্রণার দাহতে শত শত উল্লাস।

Powered by themekiller.com