Breaking News
Home / Breaking News / দেশে এলো সৌদি প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন ডলার

দেশে এলো সৌদি প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন ডলার

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃ-
আন্তর্জাতিক অভিবাসী দিবসে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ৩ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি ৮৮ লাখ ২২ হাজার ৮০০ টাকা)ক্ষতিপূরণ প্রেরণ করেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠিয়ে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশি কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায় করা ২ দশমিক ৯ মিলিয়িন মার্কিন ডলার ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ‘Death Compensation Fund’ এ পাঠানো হয়েছে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় জোরদার কার্যক্রম শুরু করেছে। মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় আরও দ্রুততর করার জন্য ইতোমধ্যে দুইটি সৌদি ল‘ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।

এ সকল দাবি ও ক্ষতিপূরণ আদায় করে বাংলাদেশে প্রেরণ করায় নিহতদের পরিবার রাষ্ট্রদূতের ( ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর )প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও প্রেস রিলিজে জানানো হয়েছে।

Powered by themekiller.com