কোরবানির ঈদ
এ.কে রিজওয়ান
সাহিত্যে গণন্যায্য ফোরাম
বছর শেষে উৎসব বেশে,
কোরবানির ঈদ আসে।
সকাল বেলা নামাজের পালা,
যাব নামাজ পড়তে
ইদগাহ মাঠে।
নামাজ শেষে
কেউ থাকবে গবাদি পশু জবাইয়ের কাজে,
কেউবা চিন্তায়,
কেউবা খুশিতে।
যারা করবে কোরবানি,
চায় আল্লাহর কাছে মেহের বাণী,
খোদা’কে খুশি করাতে চেষ্টা করতে হয়।
তোমার জন্য যদি পশু কোরবানি করতে পারি,
তোমার জন্য আমার জীবনটা দিতেও নাহি ভয়।
কিছু কোরবানির মাংস নিজেদের খাওয়ার জন্য,
বাকি সব মাংস জনগণের মাঝে বিতারণ করতে হয়।