Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা ” ভালোবাসলে পরিত্রাণ মেলে না “

কবি সারমিন জাহান মিতুর কবিতা ” ভালোবাসলে পরিত্রাণ মেলে না “

ভালোবাসলে পরিত্রাণ মেলে না
-সারমিন জাহান মিতু
১৪-১২-২০২৩

ইচ্ছে হলেই নিরুদ্দেশ হতে পারো
কিন্তু আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না,

আমি তোমার অস্থিমজ্জায় মিশে
থাকা রক্তপ্রবাল
যাকে তুমি ভালোবাসো
আমিই তো সেই আমি।

ভালোবাসলে কি তাকে ছেড়ে
যাওয়া যায়,

সে তো পরে থাকে হার্টবিট যেখানে ভালোবাসার বন্ধনে
চির বিরহের সুখ হয়ে কথা বলে।

আমাকে রেখে আলতো করে
চোখ বন্ধ করো তো,

আবছায়ায় যে হাসি মুখটা
চিরটা কাল ওটাই আমি।

আমাকে রেখে দূর দিগন্তে
চোখ খুলে দেখো তো,

যে মঙ্গলী নক্ষত্র চাঁদের স্পর্শ
পেতে একটু একটু করে
এগিয়ে আসছে চাঁদের দিকে
ওটাও এই আমিটা তাকিয়ে আছি তোমার পানে।

মহাসমুদ্রের বুকে যে ঢেউ আঁচড়ে আঁকে বালুর সীমান্তে
রোদ পোড়া বেদেনীর ঘর,

সেখানে যে সুখপাখিটা নিত্য গুনগুন সুর তোলে
ওটা আমার ভালোবাসার গল্প লেখার প্রথম সংলাপ
কান পেতে শুনতে পারো নীরবে
আমার কথা বলবে সে।

যে ফুলে ভ্রমর পরাগায়নে সহায়তা করে
সেখানেও অলিখিত পদ্য আমারই কথা বলে,

আমি অবিনশ্বর, আমি অক্ষয়
,চিরকালের চিরসত্যের দাপট
আমি – আমিই তোমারই ভালোবাসা
আমাকে ছেড়ে পরিত্রাণ চেওনা
ভালোবাসলে আমার বলে যে
আর কিছু থাকে না।

Powered by themekiller.com