উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধি ।।
বাগেরহাটের রামপালে ১৪ পিচ ইয়াবাসহ নূরুল ইসলাম বাবু (৪৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার বাবু কে রবিবার (২৬ নভেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে প্রেরন করা হয়েছে। সে উপজেলার রণসেন গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৫ নভেম্বর) রাত ১০ টায় চিহ্নিত মাদক কারবারি বাবু ভাগা বাজার এলাকার সোহেল শেখের বরফ কলের সামনে মহাসড়কের পাশে বসে ইয়াবা বিক্রি করছিল। এমন সময় এসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে ১৪ পিস ইয়াবাসহ আটক করেন।