Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটনের কবিতা “জাগরণ”

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটনের কবিতা “জাগরণ”

জাগরণ
– আব্দুল্লাহ আল মামুন রিটন

এইসমস্ত কলরব শেষে থেমে গেলে সব
আমার সমস্ত দুয়ার বন্ধ করে খুঁজি আয়না
যেখানে দাঁড়ালে দেখা মেলে ব্যক্তিগত সমস্ত।

এই নিজের আলোয় নিজেকে দেখে রোজ
নিজের দাগ মুছে উজ্জ্বল রং মেখে ও ঢেকে
জেগে উঠি ভোরের কোণ ঘেঁষে সূর্যের সাথে।

সেখানেও শিশির রাখি, রাখি সবুজের অঞ্চল
বিস্তীর্ণ প্রান্তের অন্ধকার বুকে টেনে আমিও
কবিতার আলোয় দেখাতে চাই জীবনের রং।

কী হবে হতাশার শব্দ বাজি, অহেতুক ধ্বনি
কী হবে কষ্ট ঢেলে কষ্ট জাগিয়ে অন্য বুকে
তার চেয়ে আমার কবিতায় জাগরণ থাক
যে জাগরণে অহেতুক মেঘের আড়াল নেই।

Powered by themekiller.com