নিপুন জাকারিয়া :
জামালপুরে মেজর ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর শনিবার বিকালে শ্রীপুর কুমারিয়ার উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুরের সাবেক খোলেয়াড়দের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উর্বর মাটির গর্বিত সন্তান লেঃ কর্ণেল মাহ্বুর বুলবলু এর পৃষ্ঠপোষকতায় মেজর ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়।
মেজর ফুটবল টুর্নামেন্ট সভাপতি নাজমুল হুদা মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চলনায় ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর সদর (৫)আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইন্জিনিয়ার মো:মোজাফ্ফর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর জেলা আওয়ামী সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র, সদস্য রেজাউল করিম রেজনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, লেঃ কর্নেল মাহ্বুব বুলবলু, শাহবাজপুরের ইউপি চেয়ারম্যান আয়ূব আলী, শ্রীপুরের চেয়ারম্যান আজিজুল হক ফনি সহ আরো বিভিন্ন নেতাকর্মী ও লক্ষাধিক জনগন উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় মোট ১২টা দল অংশ গ্রহণ করে। ১৯ টি ম্যাচের ম্যধমে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বাশঁচড়া একতা বয়েজ ক্লাব ১-০ গোলে, জামালপুরের আমিন রানা একাডেমিকে ১-০ পরাজিত করে। খেলা শেষে বিজয় দল ও রানারআপ দলের মাঝে ১২৫ সিসি ও ১০০ সিসি মটর সাইকেল উপহার দেওয়া হয়।
নিপুন জাকারিয়া
জামালপুর