Breaking News
Home / Breaking News / জামালপুর সদরের ঐক্যবদ্ধ এমপি প্রার্থীদের সাথে তৃনমূল আওয়ামী পরিবারের মতবিনিময় সভা

জামালপুর সদরের ঐক্যবদ্ধ এমপি প্রার্থীদের সাথে তৃনমূল আওয়ামী পরিবারের মতবিনিময় সভা

নিপুন জাকারিয়া :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে, জামালপুর সদর উপজেলার ১০, ১১, ১৪ ও ১৫ নং ইউনিয়ন আওয়ামী পরিবারের তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টা দিকে তুলশীপুর ডিগ্রি কলেজ মাঠে এ মত বিনিময় সভায় আয়োজন করা হয়।

রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান চাঁন বিএসসি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম সরোয়ার হোসেন মিষ্টারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এমপি প্রার্থীরা। সদরের নাড়ী টানে, এ অঞ্চলের তৃণমূল মানুষের পছন্দের এমপি প্রার্থীদের মাঝে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন , জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে অন্যতম সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হাদিদ, সদস্য অধ্যাপক মো. সুরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা,শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী খান, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক ফনি মাস্টার আরো অনেকে ।

বক্তরা বলেন, কোন পশ্চিমা শক্তি দিয়ে, জামালপুর সদর উপজেলার তৃণমূল মানুষের উন্নয়নের মুক্তি ও স্মার্ট জামালপুর অর্জন করা সম্ভব নয়। বক্তরা বঙ্গবন্ধুর কন্যা, অবহেলিত জামালপুর সদরের অভিবাবক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আর্কষন করে বলেন, সদরের তৃনমুল নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ ভাবে আপনার দিকে তাকিয়ে আছে। বার বার নৌকায় ভোট দেওয়া, সদর বাসীর আপনি একমাত্র অভিবাবক। তৃণমূলের সর্বস্তরের জনগণের আসা আপনার দরবারে কবুল হবে, ইনশাআল্লাহ । তারা আরো বলেন, সদর উপজেলাকে আরো উন্নত করে গড়ে তুলতে হলে, সদরের নাড়ী পুতা ৫ জন এমপি প্রার্থীর মধ্যেই একজনকে বেছে নিতে হবে। নইতো বা জেলা শহরের সদর উপজেলা অবহেলিত পশ্চিমা শক্তির একটি প্রদেশ হিসেবে বিবেচিত হবে বলে তৃণমূল কর্মীরা দাবী করেন।

জামালপুর সদর উপজেলার ১০ নং শ্রীপুর , ১১ নং শাহবাজপুর , ১৪ নং দিগপাইত ও ১৫ নং রশিদপুর ইউনিয়ন আওয়ামী পরিবারের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত থেকে সহমত পোষন করেন।

নিপুন জাকারিয়া
জামালপুর

Powered by themekiller.com