Breaking News
Home / Breaking News / কবি লাজু চৌধুরীর কবিতা “কূয়াশা ছেড়া রোদ”

কবি লাজু চৌধুরীর কবিতা “কূয়াশা ছেড়া রোদ”

যদি একবারও মনে হয়
আমি ভুল করেছি –
তাহলে ভেবে নিবো নীঃসঙ্গাও আমার সাথে প্রতারণা করেছে।
সকালে শিশির বিন্দু গুলিও কি আমার চোখে ধোকা
দিয়েছে।
ভীশণ কষ্ট হয় তোমাকে বুঝতে-
পৃথিবীর সব সুন্দর তোমাকে দিয়েছি মাঝে মাঝে
কুয়াশার চাদর তোমার শরীর মুড়ে দিয়েছি।

বাতাসে পাখির শিষের শব্দে তোমার ঘুম ভেঙ্গেছে।
সাগরের সব নীল আমি তোমার দুচোখে দিয়েছি।
প্রকৃতির গাঢ় লাল অথবা সবুজ তোমার শরীর ছুঁয়ে গেছে…….
তারপরেও যদি বলো আমি ভুল করেছি
তাহলে আজ এই বিকেলের বিদায়ের আলোতে
আমার মৃত্যু দেখো।

পাবলিক লাইব্রেরীর সামনে ডাস্টবিনে সামনে পড়ে
থাকা আমার মৃত দেহ।
দিগন্ত প্রসারিত আষাঢ় বেলায় কত হাজার বার
উচ্চারণ করেছি
অনেক ভালোবাসি তোমাকে।
কিন্তু চিনা বাদামের খোসা হাতের তালুতে নিয়ে ফু
দিয়ে উড়িয়ে দিয়েছ তুমি ।
সাগরের সব নীল ধূসর হয়ে যাবে
যখন আমার মৃত্যুর খবর শুনবে
কূয়াশা ছেড়া রোদ
———————————————লাজু চৌধুরী –

Powered by themekiller.com